পাতা:ব্যবসায়ে বাঙালী.djvu/৪৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

అథ ব্যবসায়ে বাঙালী बषेि छैनबूङ, कई* ७ विवांगैौ भद्रेिष्ठांलक-कईक भांज्जङ •ब्रिक्रांजिऊ হয়, তবে এই কোম্পানীর পক্ষে দুই এক বৎসরের মধ্যে "শেয়ারহোল্ডার’গণকে (Shareholders) শতকরা ১৫৷২৭২ টাকা হারে ডিভিডেও প্রদান করা শক্ত হইবে না। এই কোম্পানী বাংলার নূতন নূতন শিল্পেরও যথেষ্ট সাহায্য করিতে পারে। উপযুক্ত পরিমাণ শেয়ার বিক্রয় না হওয়ায় বাংলার অনেকগুলি কাপড়ের কল, চিনির কল, মূলধন অভাবে ব্যবসায়ে ক্ষতিগ্রস্ত হইয়া পডিতেছে। এই আড়তদার-কোম্পানী যদি ঐ সমস্ত চিনি ও কাপড়ের ‘ইকিষ্ট হইয় পুজি সরবরাহ করেন, তাহা হইলে ঐ সমস্ত কোম্পানীব কলকারখানা বন্ধক রাখিয়া অতিরিক্ত হারে স্বদ দিয়া মহাজন বা ব্যাঙ্কের নিকট টাকা ধার লইতে হয় না । আড়তদার-কোম্পানীকে বিক্রীত মালের উপর কেবল একটা নির্দিষ্ট কমিশন দিয়া, যদি টাকা পাওয়া যায়, তাহাতে এই সকল কল ও আড়তদার-কোম্পানী উভয়ই লাভবান হইতে থাকিবে । এইরূপে টাকা আদান-প্রদানে আডতদার-কোম্পানীব কোন প্রকার ঝুকি নাই । কারণ তাহারা নিজেদের গুদামে মাল মজুত রাখিয়া ঐ সমস্ত কলওয়ালাদের টাকা দিবেন। এই ভাবে বাংলা দেশের সমুদয় শিল্প অতি শীঘ্র গড়িয়া উঠিতে পারে এবং বাংলার বেকার-সমস্যারও বহুল পরিমাণে সমাধান হইতে পারে। বেকার-সমতা সমাপ্রালে বাঙালীর হাতে যদি কোন কাজ-কারবার না থাকে, তবে বাংলার বেকার সমস্ত সমাধান হওয়া শক্ত-আজও শক্ত, কালও শক্ত স্বতরাং এই জাতীয় কোম্পানী যত বেশী স্থাপিত হয় ততই স্ববিধা । আর ংলার বেকার যুবক-সম্প্রদায়কে সাহায্য করার উদ্বেগু লইয়াই যদি পরিচালকগণ এ কাজে ব্ৰতী হন, তবে অনেক লোকের অল্প সংস্থানও