পাতা:ব্যবসায়ে বাঙালী.djvu/৫৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ব্যাঙ্কের সাহায্যে ব্যবসা-বাণিজ্য ব্যবসা-বাণিজ্যের উন্নতির জন্য ব্যাঙ্কের প্রয়োজনীয়তা সৰ্ব্ববাদী সন্মত। পৃথিবীর সব দেশের ব্যবসা-বাণিজ্যই ব্যাঙ্কের সাহাষ্যে উন্নতি লাভ করে। কিন্তু বাঙালীর আয়ত্তাধীন এমন কোন ব্যাঙ্ক নাই, যদার শিল্প-বাণিজ্যের সাহায্য হইতে পারে। গত কয়েক বৎসর হইল বাঙালী-পরিচালিত কয়েকটি ব্যাঙ্ক প্রতিষ্ঠিত হইয়াছে বটে, কিন্তু তাহারা এখনও শৈশব অবস্থা কাটাইয়া উঠিতে পারে নাই । ‘বেঙ্গল স্কাশনাল ব্যাঙ্ক ফেল হওয়ায়, ব্যাঙ্ক-ব্যবসায়ে বাঙালীর প্রতিষ্ঠা ৫ • হাত নীচে দাবিয়া গিয়াছে। বাঙালী-প্রতিষ্ঠিত কতিপয় ব্যাঙ্ক এই কয়েক বৎসরে নষ্ট সুনামকে পাচ হাত মাত্র উদ্ধার করিতে পারিয়াছে বলা যায়। বেঙ্গল ন্যাশনাল ব্যাঙ্ক ফেল হওয়ার দরুণ সৰ্ব্বস্বাস্ত হইয়া এই সমস্ত বাঙালী-পরিচালিত ব্যাঙ্কের উপর জনসাধারণের বিশ্বাস নষ্ট হইয়াছে । ইহার প্রমাণ-স্বরূপ বলা যায়, বিদেশী ব্যাঙ্কগুলি বর্তমানে স্থায়ী আমানতী ( Fixed deposit ) টাকায় বার্ষিক শতকরা মাত্র ১০ হীরে সুদ নির্দিষ্ট করিয়াছে, কিন্তু তাহাতেও তাহারা এত বেশী পরিমাণ টাকা অামানত পাইতেছে যে, অনেক সময় ব্যাঙ্ক টাকা আমানত রাখিতে অস্বীকার করে। অথচ বাঙালী-পরিচালিত ব্যাঙ্কগুলি ১te টাকার স্থলে বার্ষিক শতকরা ৪ • হারে স্বদ দিয়াও টাকা আমানত পাইতেছে না। বিদেশী ব্যাঙ্কগুলি stfs fonto (Current account) যেখানে শতকরা বার্ষিক ॥০ আনা হিসাবে স্বদ , প্রদান করিতেছে, বাঙালীর ব্যাঙ্কগুলি চলতি হিসাবে সেখানে ১২ টাকার অধিক স্বদ দিতেছে। তথাপি বিদেশী ব্যাঙ্কগুলিতে আমানতকারীর ভীড় । जॉशिंग्राहे अांद्दछ् । 鮮 乎