পাতা:ব্যবসায়ে বাঙালী.djvu/৬১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

83 曾 ব্যবসায়ে বাঙালী ধ্যাক্ষের কর্তৃপক্ষগণ এখন অতি সন্তপণে পা ফেলিয়া কাৰ্য্য পরিচালন করিতেছেন দেখা যাইতেছে। 'No risk, no gain’ প্রবাদ থাকিলেও বর্তমানে এই সমস্ত ব্যাঙ্ক তাহা করিতে ভয় পায় । বাঙালীপরিচালিত ব্যাঙ্কগুলির খরচ-বাদে যাহা কিছু লাভ থাকিতেছে, তাহার অধিকাংশই অংশীদারগণকে বণ্টন করিয়া দিতে হইতেছে (Dividend ) । নতুবা ব্যাঙ্কের কার্য্য-কলাপ সম্বন্ধে অংশীদারগণের মনে সন্দেহের উদ্রেক হইতে পারে। কাজেই বাঙালী-পরিচালিত ব্যাঙ্কগুলির দ্রুত উন্নতির কোন সম্ভাবনা দেখা যায় না । অ-বাওtলী-পরিচালিভ ব্যাঙ্কেল্প মনোৱতি ‘সেন্টাল ব্যাঙ্ক অব ইণ্ডিয়া’, ‘ব্যাঙ্ক অব ইণ্ডিয়া প্রভৃতি কতকগুলি ভারতীয় ব্যাঙ্ক বাংলায় শাখা স্থাপন করিয়া অতিশয় নিপুণতার সঙ্গে কাৰ্য্য পরিচালন করিতেছে। কিন্তু এই সকল ব্যাঙ্কের কর্তৃপক্ষ পার্শি ও পাঞ্জাবী । এই সকল ব্যাঙ্ক হইতে বাঙালী বিশেষ কোন স্ববিধ (privilege ) পায় না । একজন পাশি যে-কোন সময়ে উক্ত ব্যাঙ্ক হইতে টাকা ধার চাহিলে পাইতে পারে । কিন্তু সাধারণ বাঙালীতো দূরের কথা, বড় বড় বাঙালী ব্যবসায়ীও যদি কোন সময় আবগুক বোধে zitats Bf-Fi Pitnfor stts fa ( Occasional overdraft) 5tg তাহা পায় না। পাছে বোম্বাইয়ের কাপড়ের রুলওয়ালাদিগের কোন প্রকার ক্ষতি হয়—এই ভয়ে বাংলার কাপড়ের মিলওয়ালাদিগকে টাকা ধার দিয়া সাহায্য করিতেও এই সকল ব্যাঙ্ক রাজী হয় না। আশঙ্কা, ংলার কাপড়ের কলগুলি উন্নতি লাভ করিলে বোম্বাইয়ের কলগুলির ক্ষতি হইতে পারে । ভাগ্যকুলের রায় মহাশয়ের বাংলার বিখ্যাত ধনী। বিদেশী ব্যাৰে সৰ্ব্বদাই তাহদের প্রচুর টাকা জমা থাকে। সম্পত্তি বন্ধক 8