পাতা:ব্যবসায়ে বাঙালী.djvu/৬২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ব্যবসায়ে বাঙালী t রাখিয়া টাকা দাদন ( Loan) দেওয়া তাহাদের প্রধান ব্যবসা । বিদেশী ব্যান্ধে তাহাদের রাশি রাশি টাকা জমা না রাখিয়া যদি তাহারা নিজেরাই একটি ব্যাঙ্ক স্থাপন করিয়া উক্ত দাদনের ব্যবসা চালাইতেন, তাহাতে ব্যাঙ্ক-ব্যবসায়ে বাংলার একটি গৌরবময় প্রতিষ্ঠান হইত, এবং ইহা দ্বারা বাঙালী জাতির শিল্প-বাণিজ্যেরও যথেষ্ট সহায়তা হইতে পারিত । ভারতের সকল প্রদেশের লোকের মধ্যেই নিজেদের দেশপ্রীতির মনোভাব সুস্পষ্ট । একমাত্র বাঙালী জাতির মধ্যে এই জিনিষটির অভাব দেখা যায়। বাঙালী যদি তাহার নিজের দেশে নিজের জাতীয় প্রতিষ্ঠান গড়িয়া তুলিতে না পারে, তবে এ জাতি অধঃপাতে যাইবে না তে যাইবে কে ? ব্যবসায়ক্ষেত্রে বাঙালী পশ্চাৎপদ বলিয়া ইহা হয় তো তাহার অকৃতিত্বেরই পরিচায়ক, কিন্তু বাঙালীর মনোবৃত্তি বিশ্লেষণ করিলে দেখা যাইবে সেখানেও তাহার গলদ—জাতীয়তাবোধের দিক দিয়াও বাঙালী বড় অমুদার । ব্যাঙ্ক ও শিল্প-বাণিজ্য ব্যাঙ্কের পক্ষে বাড়ী ও সম্পত্তি বন্ধক রাখিয়া টাকা ধার দেওয়া নিরাপদ নহে বলিয়া আমি মনে করি । তাহাতে টাকা আটুকাইয়া যায় ও নির্দিষ্ট সময়ে স্বদের টাকাও আদায় হয় না । উক্ত টাকা আদায়ের জন্য অনেক সময় আদালতের আশ্রয় গ্রহণ করিতে হয় । মামলা করিয়া টাকা আদায় করিতে হইলে ব্যাঙ্কের লোকসান হয়, এবং বহুকাল টাকা আটুকা (block ) পড়িয়া থাকে। - ব্যাঙ্কের পক্ষে দেশের শিল্প-বাণিজ্য-প্রতিষ্ঠানকে টাকা ধার দেওয়াই হুবিধা। তাহাতে টাকা আট্‌কাইয়া থাকে না। কারণ ব্যবসায়ীদের টাকার সর্বদাই আদান-প্রদান চলিতে থাকে । ‘ৰিল জব