পাতা:ব্যবসায়ে বাঙালী.djvu/৮৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ব্যবসায়ে বাঙালী 歌 ዓቄ সমান পড়তা দরে বিক্রয় করে না । সমব্যবসায়ী আর পাঁচজনের খরিদ্ধার ভাঙ্গাইয়া লওয়ার জন্ত কিছু কম দরে মাল বিক্রয় করিতে দেখা যায়। এইজন্তই কোন ধনী ব্যবসায়ীর পার্থে সামান্ত মূলধনে কেহ ব্যবসায় করিয়া লাভ করিতে সক্ষম হয় না। এইজন্ত যে-কোন ব্যবসায় আরম্ভ করিবার পূৰ্ব্বে তাহার সমস্ত অসুবিধাগুলি চিন্তা করিয়া, তবে ব্যবসায় আরম্ভ করা উচিত । বাঙালী ব্যবসায়ের স্বাদ পাইলে আজ পেটের দায়ে সামান্য চাকুরীর জন্য লালায়িত হইয়া বেড়াইত না ৷ ১৫৷২৭২ টাকার একটি চাকুরীর জন্য শিক্ষিত যুবক-সম্প্রদায়ের যেরূপ ভীড় হয়, ব্যবসায়ে বিন্দুমাত্র অভিজ্ঞতা থাকিলে, তাহাবা ঐ সামান্ত টাকার চাকুরীর জন্য ছুটাছুটি করিত না । ছোট ছোট ব্যবসায় করিয়াও এই টাকা উপার্জন করিতে তাহারা সক্ষম হইত।