পাতা:ব্যবসায়ে বাঙালী.djvu/৮৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বেকার-সংখ্যা বৃদ্ধির কারণ বেকার-সমতা অল্প-বিস্তর সবদেশেই আজকাল ভীষণ আকার ধারণ করিয়াছে, কিন্তু বাংলায় এ সমস্ত চরম সীমায় পৌঁছিয়াছে। ইহার আশু-সমাধান না হইলে আর চলিতেছে না। কিন্তু এই বেকার-সমস্তার কারণ কি ? বাংলায় লোকসংখ্যা বাড়িয়াছে বলিয়াই যে বেকারের সংখ্যা বাড়িয়াছে, তাহা হয়তো বোল জানা সত্য নয় । কুটির শিল্প ও জণতীক্ষ্ম হুত্তি ধ্বংস একদিকে যেমন লোক-সংখ্যা বাড়িয়ছে, অন্যদিকে তেমনি আবার দেশের মধ্যে অনেকগুলি শিল্প, ব্যবসা প্রভৃতি প্রতিষ্ঠানের স্বষ্টি হইয়া বহুলোকের কার্য্যলাভেরও ( employment ) স্থযোগ মিলিয়াছে। তবে হয়তো যে-পরিমাণ লোক বাড়িয়াছে সে পরিমাণ কাজ নাই । তাহার উপর বাংলার কুটার-শিল্প ধ্বংস হওয়ায় অনেক জাতির জীবিকার্জনের উপায় নষ্ট হইয়াছে । কলের তেল আবিষ্কার ও আমদানী হইবার ফলে ঘানির ব্যবসায় একদম উঠিয়া গিয়াছে। ফলে তেলী-সম্প্রদায়ের বছলোক বেকার হইয়াছে। দেশ-বিদেশ হইতে লোহার কারখানার প্রস্তুত কোদালি, কুড়ালি প্রভৃতি সাধারণ গৃহস্থের নিত্য-ব্যবহার্য্য অস্ত্রাদি আমদানীর ফলে কৰ্ম্মকারের ব্যবসা একরূপ লোপ পাইয়াছে। কাপড়ের মিল স্থাপিত হওয়ার ফলে, তাতি-জোলার হস্ত-চালিত তাত ধ্বংস হইয়াছে। এলুমিনিয়মের বাসন-আমদানীর ফলে দেশীয় পিত্তল-কাসার কারবার ও কারখানাগুলি লোপ পাইতে