পাতা:ভক্তিগানামৃত.djvu/১৭৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ংগীতবিলাস হইতে উদ্ধৃত । কৃষ্ণ বিষয় । রাগিণী লুম। তাল ছবকী । কর রূপাবলোকন, এই করি নিবেদন । ঘৃণা নাহি কর কেশব, বলে অভ জন ॥ অ।মি অতি মুঢ়মতি, ভক্তি নাহি তব প্রতি, অন্তিমে দিও শ্ৰীপতি, তব শ্ৰীচরণ। L কি ভজন কি সাধন, না করি ধ্যান পুজন, দেখে চন্দ্রে দীন হীন, না কর হেলন । (> ) রাগিণী মুলতানী । তাল জলদৃতেতাল । মন কেন ধন লোভে, ভুলে শ্ৰীবৎসলাঞ্ছনে । না করে ভজন ধ্যান, ব্যস্ত বৃথা উপ(জর্জনে ॥ যত দেখ নহে সার, হরি নাম এই সার, ঐ নাম নিরস্তর, জপিৰে রাখিবে মনে । বিষয় অৰ্বেত ধন, দেহ ত্যাগী হৈলে প্রাণ, সব হয় অকারণ, রহিবে অন্য কারণে ॥ জায়া পুত্ৰ মায়া যাবে, প্রাণান্তে কে সঙ্গে যাবে, দেখ ভেবে উপায় ভবে, অাছে কি গোবিন্দ বিনে । অতএব সাবধান, ত্যজ ধন পরিজন, সতত চন্দ্রের মন, লিপ্ত থাক নারায়ণে ॥ ( २ ) রাগিণী বিঝেণটি । তাল ধিমণতেতাল।। সতত,ভাব মন হরি চরণ । যে পদ সংযোগে যোগী দেব পঞ্চানন ॥ ( २९ )