পাতা:ভক্তিগানামৃত.djvu/১৭৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

| ১৩৮ | প্লাগিণী পরজ । তাল ধিমাতেতাল । কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, বল অfমার মন । দীনবন্ধু ভবসিন্ধু, নিস্তার কারণ ॥ শুন বলি মন তোরে, শত শত পাপ করে, কৃষ্ণনাম গুণে তরে, যে র্তারে করে স্মরণ । শুন রে স্বযুক্তি সার, হরিনাম সদা কর, স্যম যম কিঙ্কর, হইবে দমন । এখন যদি না বল, সেই দিনে হরিবল, চন্দ্রের চরম কাল, হইবে যখন ॥ রাগিণী লুম। তাল ছহকী । দীনে তার দয়াময়, আমি লই লাম আশ্রয় ! তিরে কিঙ্করে কৃপা কর কৃপাময় ॥ ভজন বিহীন জন, যেবা বলে নারায়ণ, অনায়াসে উদ্ধারণ, হয় পাপশয় । আমার নাহি সম্বল, কৃষ্ণ নাম এই বল, নিবারি কালেরি বল, যদি রূপা হয় ॥ ন জানি হে সাধন, ভজন বিহীন জন, চন্দ্রের অন্তিম দিন, হইও সদয় ॥ রাগিণী লুম। তাল ছবকা । এ দীনে করিবে তারণ, ওহে লক্ষী নারায়ণ । তব নাম গুণে তরে, মহ। পাপিগণ । শাস্ত্রে শুনি অনিবার, দয়াময় নাম ধর, দীনে সদা দয়া কর, যে লয় স্মরণ । , বে করে হৃদয়ঙ্গম, দিনান্তরে করে নাম, অন্তে প{য় মোক্ষ ধাম, নামেরি কারণ " (b. ) (>)