পাতা:ভক্তিগানামৃত.djvu/৫৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ৪৩ ] দেহ যন্ত্র যন্ত্রী ভুমি, তুমি কহু আমি আমি, অখিল ব্ৰহ্মাণ্ড স্বামী, তুমি সব সারাৎসার । তোমার ত্যাগে অচল, তোমার স্বায়িত্বে বল, তুমি ত চন্দ্র সম্বল, তুমি জগত আধার। (సె) ) রাগিণী সুরটমল্লার । তাল আড়াঠেকা । এ দেহের অভ্যন্তরে, কেবা করে অবস্থিতি । কেবল কি জীব আত্মা, কিম্বা পরমাত্মা ভাতি ॥ ইহার নির্ঘণ্ট যখন, জানিবে বুঝবে তখন, • অন্য ভাব অপছে এখন, জান ন। স্বৰূপ গতি । নিতান্ত তোমার কাছে, অন্তরেই যেই অাছে, তবু ভ্রান্তি হইতেছে, তবে নাহি অব্যাহতি । নিগুঢ় ভাবিয়া দেখ, অন্যের কাছে কেন শেখ, চন্দ্রের এই কথা রেখ, প্রকাশ পাইবে জ্যোতিঃ । ( ৯২ ) রাগিণী জয়জয়ন্তী। তাল চোতাল । ব্ৰহ্ম যদি ঘটে ঘটে, আছেন বিরাজমান । পাপ পুণ্যভোগী তৰে, কে হবে বল বিধান ॥ (আস্থাই) জীবের কিবা ক্ষমতা, আত্মা সৰ্ব্বকারয়িতা, শুভাশুভ জ্ঞানদাতা, আত্মাই সৰ্ব্বপ্রধান । (অন্তর) র্তার নিয়োগে করে কৰ্ম্ম, এতে জীবের কি অধৰ্ম্ম, বোঝা ভার এর মৰ্ম্ম, বলিবে কে সে সন্ধান । র্তার ইচ্ছায় স্বরক্তি, তঁর ইচ্ছায় কুবৃত্তি, যোজনায় অনুবৰ্ত্তা, যে দিকে প্রবৃত্তি লওয়ান । (অভোগ) ষদি পাপ পুণ্য থাকে, সে ফল ফলিবে কাকে, করিলে ভেদ জীবাত্মণকে, মানৰ পশু সমান ।