[ t> } আমি ত সঙ্গের সাথি, যথা যাবে আমি তথি, ষে মন সারথি রথী, চন্দ্রের ভারতী ঐ । ( ১০৬ ) রাগিণী মল্লার । তাল কওয়ালি । যদি তারে কাছে মেলে, তবে কেন দুরে যাও । র্তারে সঙ্গে লয়ে তার, উদেশে কেন বেড়াও ! মনেরে অনিলে বশে, পাবে তীরে অনায়াসে, ভ্রম কেন দেশে দেশে, আপনাতেই যদি চাও । দুগ্ধ করিয়া মথন, বাহির হয় মাখন, . তদ্রুপ করি যতন, হাতে হাতে র্তারে নাও ৷ যত দিন কাছে থাকে, তত দিন দেখ তাকে, চন্দ্র জনে আপনাকে, হেলায় কেন হার ও । ( >०१ ) রাগিণী লুম। তাল যৎ । জলে স্থলে শূন্যে জীবে, বস্তু মাত্রে বিদ্যমান । ভজ অন দি অক্ষরে, যিনি সৰ্ব্বত্র সমান ॥ যেখানেতে নাহি চাই, সেখানেতে ভুড়র ভাই, অন্তর বহে গোসাঁই, কৃপাল ক্লপ নিধন । মনুষ্য মন নিৰ্ব্বলি, সকলে দেবতা বলি, সেী গোলামে ঘর খালি, ইহা নাহি হয় জ্ঞান ॥ পুজা করি যার তার, কৃত্রিম হয়েছে সার, তাহার কিসে নিস্তার, শশী ভাবে সমাধান ॥ ( δου) রাগিণী ইমনকল্যাণ । তাল চোতাল জগত সব অজ্ঞান, তিনি মাত্র মহাজ্ঞান । সকলই অকল্যাণ, কেবুল তিনি কল্যাণ ॥ সব বস্তু হবে নাশ, তিনি মাত্র অবিনাশ, সকলেই অপ্রকাশ, তিনিই প্রকাশমান ।
পাতা:ভক্তিগানামৃত.djvu/৬১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।