পাতা:ভক্তিগানামৃত.djvu/৭০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ৬০ ] ঘের মহাদিব্যা, অখিল জন সেব্যl, শন্তু সেবিত সব্যা, ভূ ভয়হারিণী ॥ মহাসতী সাধ্যা, জগত আরাধ্যl, ত্বং হি ভক্তি বাধ্যা, বিশ্ব প্ৰসবিনী অস্থর গৰ্ব্বিত, সমর খৰ্ব্বিত, উৰ্ব্বী নিৰ্ব্বীর কৃত, দুষ্ট বিনাশিনী ॥ ত্বং হি শঙ্কু-শক্তি, ত্বং হি সাধক ভক্তি, ত্বং হি পাপমুক্তি, যুক্তি বিধায়িনী । ভব স্বষ্টিকত্রী, ত্বং সংসার ধত্রী, চন্দ্ৰ কৃপা দাত্রী, কামপ্রদায়িনী ॥ রাগিণী বেহাগ । তাল জলদৃতেতলৈ । অভয়া অভয় কর, সমুহ ভয় হারিণী । ত্বরিতে তাপিতে তার, মনস্তাপ নিস্তারিণী ॥ জগৎ গতি জগৎ ধাত্রী, কৃপাময়ী কৃপণদাত্রী, সংসার সুখদা কত্রী, বরদে ক্লেশ বারিণী। ত্বং নাশিনী ত্বমেকা, ত্বং ভব-ব্যাধি নৌকা, ত্বং মহতী ত্বং অধিকা, ত্বং হি ভব বিহারিণী ॥ ব্ৰহ্মাণ্ডভাণ্ডোদরা, সাকার ত্বং নিরাকারা, মহাদেবী মহাঘোরা, নানা ৰূপ প্রচারিণী । ত্বং হি অস্তি ত্বং হি স্বস্তি, তদন্যথা গতিনর্ণস্তি, ত্বদৃতে ভুবি কিমস্তি, শঙ্কর-হৃদি চারিণী। দেহি মে মন বিরাম, দেহি মে মানিত্য ধাম, ভক্তপূর্ণ-মনস্কাম, চন্দ্র-করুণা-কারিণী । (১২) (১৩)