পাতা:ভক্তিগানামৃত.djvu/৮২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ १२ ] শঙ্কর হৃদি চারিণী, ভক্ত মোক্ষ দায়িকা । ষোগাদ্য মহাষোগিনী, চিন্ময়ী শিবে শিবানী, ব্ৰহ্মাও বীজ ৰূপিণী, সাধক জন সাধিক । কামাখ্যা দক্ষনন্দিনী, ভদ্রকালী ত্বং রুদ্রাণী, হিম শেখর বাসিনী, কমলা কামদায়িকা । সতী সাধ্য ত্বং অন্নদে, সুখদে মাতঃ শুভদে, চন্দ্র পতিত বিপদে, রক্ষ নানা বিভীষিকা । ( ৩৭ ) রাগিণী ঝিকুটী গৌরী। তাল পোস্ত । শুiমা গুণ গাও রে, যদি মুক্তি চাও রে । শু্যাম৷ মত কৃপাময়ী, আর কোথা পাও রে ॥ শ্যামা মায়ের দোহাই দিয়ে, ভব পারে যাও রে । শ্যামাপদ রেণু চন্দ্র, ভক্তিভাবে নাও রে । ) بوك ( রাগিণী জয়জয়ন্তী। তাল ঝাঁপতাল । রণ মাঝে হেন সাজে, বিরাজে কে রমণী । দশ দিশ করে অালো, বরণ কাল ত্রিনয়নী ॥ কারে নাহি করে ভয়, ঘোর নাদে কথা কয়, শক্ৰগণ করি জয়, দেব ভয় নিবারিণী । ঘোরদন্ত সাউহাসে, মাভৈঃ মাভৈঃ সদা ভাষে, ইচ্ছামাত্র শক্র নাশে, দেখি যেন উন্মদিনী । শ্যাম শরীরে শোণিত, নবীন ঘনে তড়িত, চরণে শিব পতিত, তথাপি রণ রঙ্গিণী । এ যে নারী দেখ কার; কে তথ্য বুঝিবে সার, চন্দ্র কর না বিচার, কেমন কার কামিনী ॥ ) \פט( রাগিণী বেহাগ । তাল একতালা । স্বধা পানে বিবসনে, এলো রণে কার বালা ।