পাতা:ভক্তিরত্নাকর.djvu/১০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૨ ভক্তিরত্নাকর। [ প্রথম তরঙ্গ । শ্ৰীমদ্বৈষ্ণবসর্বস্বং সৰ্ব্বানর্থনিবৰ্ত্তকঃ । ভক্তিরত্নাকরগ্রন্থঃ শ্রয়তাং শ্রয়তাং মুদ ॥ ৫ . জয় জয় শ্ৰীকৃষ্ণচৈতন্য সৰ্বেশ্বর। ভক্তিপ্রিয় ভুবনমোহনকলেবর ॥ লক্ষীনাথ শচীজগন্নাথের নন্দন। নিত্যানন্দা • দ্বৈত গদাধর প্রাণধন। ওহে প্রভো বেদাদি তোমার যশোগায়। কে বা না মোহিত এই তোমার লীলায় ৷ শ্ৰীগুর ঐভক্তশক্তি প্রকাশাবতার। এ সকল রূপে প্রভু বিলাস তোমার ॥ তোমার বিলাস ঐছে বন্দে বিজ্ঞগণ । অন্তে উপদেশে মহীশুভের কারণ ॥ তথাহি শ্ৰীচৈতন্যচরিতামৃতে ॥ বন্দে গুরূনীশ্বভক্তানীশমীশাবতারকা । তং প্রকাশাংশ্চ তচ্ছত্তীঃ কৃষ্ণচৈতন্যসংজ্ঞকং ॥ o গুরু কৃষ্ণ ভক্ত শক্ত্যবতার প্রকাশ । এই ছয় রূপে । কৃষ্ণ করেন বিলাস ॥ কৃপা বিন এ তত্ত্ব জানিতে শক্তি । কার। অন্য অগোচর এই তোমার বিহার ॥ স্বয়ং ভগবান তুমি সবার আশ্রয়। কর যে উচিত নিবেদিতে পাই ভয় ॥ জয় জয় স্ত্রগুরু করুণারত্নখনি । শ্ৰীকৃষ্ণচৈতন্য প্রেমদাতাশিরোমণি ॥ জয় নিত্যানন্দ রাম করুণার সিন্ধু। ভুবনপাবন দীন দুঃখিতের বন্ধু। প্রভু কৃষ্ণচৈতন্যের স্বরূপ * প্রকাশ । তুমি পূর্ণ কর সে সবার অভিলাষ ॥ জয় জয় স্ত্র অদ্বৈতদেব দয়াময়। করিলা এ জীবের দারুণ দুঃখ ক্ষয় ॥', তুমি কৃষ্ণচৈতন্যের অংশ অবতার। কে বণিতে পারে প্রতু