পাতা:ভক্তিরত্নাকর.djvu/১০০৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

{ দ্বাদশ তরঙ্গ । ভক্তিরত্নাকর। సిసి(t কৃষ্ণের অগ্রজ রাম রোহিণীনন্দন। বারুণী রেবতী দুই প্রিয় প্রাণধন ॥ ধন্য কলিযুগে সেই নিতাই সুন্দর। চৈতন্যঅগ্রজ পদ্মাবতীর কুমার ॥ বস্থধা জাহ্নবী-প্রাণপতি প্রেমময় । নিজগুণে প্রভু জীবে হইল সদয় ॥ গোরাপ্রেমে মত্ত দিবা নিশি নাই জানে। পবিত্র করিল মহী প্রেমামৃতদানে ॥ গোরা-অনুরাগে সে অরুণ তনু খানি । ঝল মল করয়ে তপত হেম জিনি । শ্রবণে কুণ্ডল দোলে মুনি-মনলোভা । আজানু লম্বিত ভুজ নিরুপম শোভ ॥ পরিসর বুক দেখি কেবা নাই ভুলে । সতী কুলবতী তিলাঞ্জলি দেই কুলে ॥ ও চাদ বদনে সদা বোলে গোর গোরা । মুখ বুক বহিয়া নয়নে বহে নোর ॥ প্রিয় পরিকরগণ-সহ সে আবেশে । সঙ্কীৰ্ত্তন মুখের সায়রে সদ। ভাসে। ভুবনমোহন ছাদে নাচে গুণনিধি। দেবের দুর্লভ সব শোভার অবধি ॥ চাহিতে নিতাই চাদে কেবা থির পায়। পাষাণসমান হিয়া সেহে। গলি যায় ॥ পাতকী-পতিতে করুণার নাই পার । হেন পহু না ভজিল নরহরি ছার ॥ কিছু দিনে সভা সহ নিত্যানন্দ রায় । (বড়গাছি হইতে , আইল নদীয়ায় । ফ্রবন্ধ জাহ্নবী দোহে দেখি এখা আই । করিল যতেক স্নেহ কহি সাধ্য নাই। প্রভু-প্রিয় ভক্তগণ গৃহিণীসকল। বস্তু জাহ্নবীরে দেখি আনন্দে বিহ্বল । আইঅনুমতি লৈয়া নিত্যানন্দ রাম। শান্তিপুর হইয়া গেলেন সপ্তগ্রাম। ভক্তের ইচ্ছায় প্রভু বড়দহে গিয়া । রাখিলেন