পাতা:ভক্তিরত্নাকর.djvu/১০০৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বাদশ তরঙ্গ। ভক্তিরত্নাকর। ৯৯৭ গীতে যথা—কামোদঃ ॥ স্ত্র অদ্বৈত গুণমণি, সকল রদের খনি, নাভা-গৰ্বে জনম লভিলা । জন্ম নবগ্রাম বঙ্গে, তথা বিলসিয়া রঙ্গে, কিছু দিনে শান্তিপুরে আইলা । পিতা মাতা আদর্শনে, গিয়া তীর্থপর্য্যটনে, আসিয়া রহিলা শান্তিপুরে । হৈয়৷ শ্ৰীলীতার পতি, কত তপ করি নিতি, অনিলেন কৃষ্ণ হলধরে ॥ নদীয়া বিহার দেখি, সদা জুড়াইল আঁখি, নাচিল কীৰ্ত্তনে নানা ছাদে। আপনার ঘরে পায়, সেবিলা আনন্দ হৈয়া, ন্যালিশিরোমণি গোরাচাদে । নীলাচলে প্রভু স্থিতি, তথা কৈলা গতগতি, সবে মাতাইলা গোরাগুণে । দসনরহরি কয়, শ্ৰীঅদ্বৈত দয়াময়, এ যশ ঘোষয়ে ত্রিভুবনে ॥ শ্ৰীবাস মুরারিগুপ্ত-অাদি ভক্তগণ। নিরন্তর করে গৌরচরিত্র কীর্তন ॥ কহিতে কি জানি সবে মহাদয়াবান । বিবিধ প্রকারে করে জীবের কল্যাণ ॥ দেখিলু যে সব তাহা কহিতে না পারি। সে সব ভাবিতে বুক বিদরিয়া মরি ॥ ঐছে কত কহিতে ঈশান মহাশয়। হইলেন প্রেমাবেশে অধৈর্য্যাতিশয় ॥ কতক্ষণে স্থির হৈয়া লৈয়া তিন জনে। করিলা শয়ন রাত্র্যে প্রভুর প্রাঙ্গণে ॥ হৈল বহু রাত্রি নিদ্রা নাই শ্ৰীনিবাসে নিরখয়ে প্রভুর ভবন চারিপাশে ॥ না জানি কি কৌতুকে কহয়ে মনে মনে । তৃণাদি নিৰ্ম্মিত এ প্রভুর ঘর কেনে ? ॥ করিয়া বঞ্চিত এই নদীয়া বিহারে। দূর দেশী কেনে প্ৰভু কৈলা পরি