পাতা:ভক্তিরত্নাকর.djvu/১০০৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ᏜᏜbᎹ ভক্তিরত্নাকর। [ দ্বাদশ তরঙ্গ । করে ॥] পরম অদ্ভুত এই নদীয়াবিহার । দেখিতে না পাইল সে সব পরিবার ॥ ঐছে কত কহিতেই নিদ্রা আকর্ষর স্বপ্নে প্রভু গৃহে শোভা বিলাস দেখয় ॥ আগে দেখে স্বর্ণময় নদীয় নগর। সুরধুনীঘাট রত্বে বাধা মনোহর ॥ তার পর দেখে গৌরচন্দ্রের অালয়। ইন্দ্রাদির স্থান সে শোভার যোগ্য নয় ॥ কৈছে কুন বিশ্বকৰ্ম্ম নিৰ্ম্মিল ভবন । চতুর্দিকে স্বর্ণের প্রাচীর আবরণ ॥ পৃথক পৃথক্ খণ্ড সঙ্খ্য নাই তার। যবে যথা ইচ্ছা তথা প্রভুর বিহার ॥ অন্তঃপুর মধ্যে পুষ্প-উদ্যান শোভায় । তথা এক বিচিত্র মন্দির রত্নময় ॥ মন্দিরের মধ্যে চন্দ্রতপ বিলক্ষণ । তার তলে শোভাময় রত্নসিংহাসন ॥ সিংহাসনোপরি গৌরচন্দ্র বিলময়। লক্ষী বিষ্ণুপ্রিয়া বাম দক্ষিণে শোভয় ॥ নানা রত্নালঙ্কারে ভূষিত কলেবর । পরিধেয় বিচিত্র বসন মনোহর ॥ ভুবনমোহন শোভা করি নিরীক্ষণ । লক্ষ লক্ষ দাসী করে চামর ব্যঞ্জন ॥ যোগায় তাম্বুল মালা চন্দন সকলে। প্রিয়াসহ প্রভু বিলসয়ে সখী মেলে ॥ ঐছে রঙ্গ নিরথিতে নিদ্র ভঙ্গ হৈল । সেই ক্ষণে পুন নিদ্রা আকর্ষণ কৈল ॥ স্বপ্নে দেখে অীর এক খণ্ডে রত্নময় । বিচিত্র মন্দির শোভা সুখের আলয় । তথা রত্ননিৰ্ম্মিত বিচিত্র সিংহাসন । তাহার উপরে সাজে শচীর নন্দন ॥ কোটি কোটি কন্দপে মোহয়ে অঙ্গ ছটা। বদনচন্দ্রম চারু জিনি চন্দ্ৰঘট ॥ নিত্যানন্দচন্দ্র শোভে পরমসুন্দর । স্ত্রীঅদ্বৈতদেব শ্ৰীপণ্ডিত গদাধর । বিদ্যানিধি গঙ্গা