পাতা:ভক্তিরত্নাকর.djvu/১০০৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ बांलग्नं उद्भत्र । ভক্তিরত্নাকর। ఫిసిసి দলিপণ্ডিত শ্ৰীবাস। শ্ৰীচন্দ্রশেখরাচাৰ্য্য মুরারি হরিদাস দামেদরপণ্ডিত মুকুন্দ বক্রেশ্বর। গোরিদাস সূৰ্য্যদাস দাসগদাধর। শ্ৰীমুকুন্দ নরহরি স্ত্রীরঘুনন্দন। চিরঞ্জীবসেন আর সেন স্থলেচন ॥ দ্বিজহরিদাস ব্রহ্মচারী শুক্লাম্বর। শ্ৰীবাসপণ্ডিত নন্দনাচাৰ্য্য ঐধর ॥ বিজয় শ্ৰীচন্দ্রশেখরাচার্য্য রতন। শ্ৰীস্বরূপ কাশীশ্বর যদুনারায়ণ ॥ শ্ৰীলক্ষীপতি মাধবেন্দ্র পুরীশ্বর। বাস্থদেব সাৰ্ব্বভেীম কেশব শঙ্কর ৷ শ্ৰীপ্রতাপরুদ্র রাজা রায় রামানন্দ । ত্রিমল্ল বেঙ্কটভট্ট শ্ৰীপ্ৰবোধীনন্দ ৷ শ্ৰীগোপালভট্ট রঘুনাথভট আর । সনাতন রূপ জীব বল্লভকুমার ॥ ভূগর্ভ ত্ৰলোকনাথ রঘুনাথদাস। রাঘবপণ্ডিত গোবৰ্দ্ধনে যার বাস ॥ উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম দেশেতে। অসঙ্খ্য প্রভুর ভক্ত কে পারে জানিতে ॥ সৰ্ব্ব ভক্তে বেষ্টিত বিলসে গৌররায়। দেখিয়া সে শোভা অতি উল্লাস হিয়ায় ॥ ভক্ত গোষ্ঠীসহ প্রভুপদে প্ৰণমিতে হৈল নিদ্রাভঙ্গ জাগি চাহে চারি ভিতে ॥ হইতে ব্যাকুল পুন নিদ্রা আকৰ্ষয়। স্বপ্নে দেখে আর এক খণ্ড শোভাময় ॥ তথা শোহে রত্নসিংহাসনে বিশ্বম্ভর। চতুদিকে দাসগণ সেবায় তৎপর। ব্ৰহ্মা শিব ইন্দ্রাদি অনন্তদেব গণে । করয়ে প্রভুরে স্তুতি পড়িয়া চরণে ॥ দেখিয়া প্রভুর মহা ঐশ্বৰ্য্য প্রকাশ। পুলকিত অঙ্গ অতি অন্তরে উল্লাস। বৈকুণ্ঠ বিলাস আর খণ্ডে নিরখিয়া। ধরিতে নারয়ে অঙ্গ উল্লাসিত হিয়া ॥ অযোধ্যা-বিলাস আর খণ্ডে নিরিখয়। উপজে আনন্দ