পাতা:ভক্তিরত্নাকর.djvu/১০০৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ত্রয়োদশ তরঙ্গ -e:*: o জয় জয় শ্ৰীকৃষ্ণচৈতন্য সর্বাশ্রয়। জয় জয় নিত্যtলন্দ প্রভু দয়াময় ॥ জয় ঐ অদ্বৈত দেব গুণের সাগর। জয় জয় স্ত্রীবাস পণ্ডিত গদাধর । জয় গদাধর দাস শ্ৰীগুপ্ত মুরারি। জয় বক্রেশ্বর শ্ৰীমুকুন্দ নরহরি ॥ জয় ঐ পণ্ডিত গোরিদাস দামোদর। জয় শ্রীস্বরূপ হরিদাস শুক্লম্বর ॥ জয় জর প্রভুর যতেক ভক্তগণ । অনুগ্রহ করে সভে লইনু শরণ ॥ জয় জয় শ্রোতাগণ গুণের অtলয় । এবে যে কহিয়ে শুন হইয়া সদয় ॥ শ্ৰীনিবাসাচার্য্য নরোত্তম রামচন্দ্র। নবদ্বীপ ভ্রমণে পাইলা মহানন্দ ॥ ঐঈশান ঠাকুরের চরণ বন্দিয়া ৷ হইতে বিদায় বিদরিয়া যায় হিয়া ॥ শ্ৰীঈশান ঠাকুর করিয়া আলিঙ্গন। হইল। অধৈর্য্য আশ্র নহে নিবারণ ॥ স্নেহাবেশে অত্যন্ত অবশ কলে বর। কে বুঝিতে পারে তার গভীর অন্তর ॥ কহিতে চাহয়ে কিছু না পারে কহিতে। হাতসানে জানাইল দেখা এই হৈতে ॥ তথাতে ছিলেন যে প্রভুর পরিকর। হৈল উী সভার মহা ব্যাকুল অন্তর ॥ অতি অনুগ্রহ করি দিলেন বিদায় । ঐআচার্যা প্ৰণমিলা । তাসভার পায় ॥ নবদ্বীপধামে বার বার প্ৰণমিয়া । কঁদিতে কাদিতে চলে বিদায় হইয়া ॥ পথে চলিতেই মুখ যথা ভক্ত লয়। তথা তথা গমনে হইল বর্ষেী ( २२७ )