পাতা:ভক্তিরত্নাকর.djvu/১০১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় তরঙ্গ । ] ভক্তিরত্নীকর । 念○ বক্তব্যং চাত্র কিম্বানু যদলু ভজতো ভুলভে দেবলোকৈঃ শ্ৰীমদ্ব ন্দাবনেহস্তিান নিবসতি মনুজঃ সৰ্ব্বদু:খৈৰ্বিমুক্তঃ ॥ • অহে শ্ৰীনিবাস - শ্রীরূপের কৰ্ম্ম যত । তাহা অামি একমুখে কহিব বা কত ॥ সনাতনগোস্বাস্বামির অদ্ভুত বিলাস । মধ্যে মধ্যে করেন শ্ৰীমহাবনে বাস ॥ মদনগোপাল তথা বালকসহিতে। যমুনাপুলিনে খেলে দেখয়ে সাক্ষাতে ॥ মদনগোপাল সনাতন-প্রেমাধীন। স্বপ্নচ্ছলে সনাতনে কহে একদিন ॥ সনাতন তোমার কুটীর মোরে ভায় । বহাবন হৈতে আমি আসিব এথায় ॥ এত কহি প্রভু হইলেন অদর্শন। প্রেমাবেশে বিহবল হইলা সনাতন ॥ প্রভুর ভঙ্গিম ভক্ত জানে ভাল মতে। মদনগোপাল আইলা রজনী-প্রভাতে ॥ সনাতন মনে হৈল আনন্দ প্রচুর । পত্র-কুটিরেতে সেবা করেন প্রভুর ॥ মহারাজকুমার শ্ৰীমদনমোহন । তিহ শুষ্করুটি ভুঞ্জে, দুঃখী সনাতন। সনাতন মনঃ জানি মদনগোপাল। সিজসেবা বৃদ্ধি-ইচ্ছা হইল তৎকাল ॥ হেনকালে মূলতানদেশীয় একজন। অতিশয় ধনাঢ্য সর্বাংশে বিচক্ষণ ॥ কপূর ক্ষত্ৰিয়শ্রেষ্ঠ নাম কৃষ্ণদাস । নৌকা হৈতে নামি আইলা গোস্বামির পাশ ॥ গোস্বামির চরণে পড়িল লোটাইয়া । কৈল কত দৈন্য নেত্রজলে সিক্ত হৈয়া ॥ সনাতন তারে বহু অনুগ্রহ কৈলা। শ্ৰীমদনমোহন-চরণে সমপিল ॥ শ্ৰীমদন মোহনে দেখিয়া কৃষ্ণদাস । ভুমে পড়ি প্রণময়ে ছাড়ি দীর্ঘশ্বাস ॥