পাতা:ভক্তিরত্নাকর.djvu/১০১১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ত্রয়োদশ তরঙ্গ । ভক্তিরত্নাকর। > e é 5 বর্গের মঙ্গল ৷ প্রিয় নরোত্তমে অতি ধীরে ধীরে কয় । “অদ্য বীরহাম্বীর আলিব মনে লয়। হেন কালে রাজার প্রেষিত এক জন। তদ্য আসিবেন রাজা” কৈল নিবেদন ॥ এথা রাজা ঐ বীরহাম্বীর কর্ম মনে । বনবিষ্ণু পুর হৈতে আইসে শুভ ক্ষণে ॥ যাজি গ্রাম-দর্শনে উল্লাস অতিশয়। দূরে রহি রাজা যাজি গ্রামে প্রণময় ॥ ঘাজি গ্রাম নিকটে দেখিয়া দিব্য স্থান । তথাই হইল স্থির করিতে বিশ্রাম ॥ অশ্ব গজ পদাতিক আদি তথা ধুইয়া। গ্রামে প্রবেশয়ে সঙ্গে কথো জন লৈয়া ॥ যে সব সামগ্ৰী আনিলেন গৃহ হৈতে। প্রথমেই পাঠাইল৷ প্রভুর বাড়িতে ॥ শ্ৰীআচাৰ্য্য-প্রভু-পদ করিয়া স্মরণ। ধীরে ধীরে চলে যথা আচার্য-ভবন ॥ আচাৰ্য্যপ্রভুর-পাদপদ্ম নিরথিয় । বার বার প্রণময়ে ভূমিতে পড়িয়া ॥ নরোত্তম তেজ দেখি মনে বিচারয়। এই প্ৰভু অবশ্য ঠাকুর মহাশয় ৷ হইনু কৃতাৰ্থ বলি হর্ষ অনিবার। নরোত্তম-পদে প্রণময়ে বার বার ॥ ঐআচাৰ্য্যষ্ঠাকুর ঠাকুর নরোত্তম। অতি অনুগ্রহ করি কৈল আলিঙ্গন। রামচন্দ্র কবিরাজ-পদে প্ৰণমিয়া। নিবেদয়ে প্রভুগণে দেহ চিনাইয়া হৈয়া হর্ষ রামচন্দ্র গুণের আলয়। জানাইল প্রভু-পরিকর-পরিচয় : রাজা মহাহৰ্ষ ভূমে পড়ে প্ৰণমিতে । আলিঙ্গন কৈলা সবে বিহ্বল প্রেমেতে ॥ রাজা বীরহাম্বীরের মনে যে উল্লাস । কাছতে কি জানি যৈছে ভক্তির প্রকাশ ॥ যাজি-গ্রামবাসী লোক উল্লাস হিয়ায়। দেখিয়া রাজার ভক্তি