> e o b ভক্তিরত্নাকর । [ ত্রয়োদশ তরঙ্গ । ভারতী গোসাইর ঘটে আইল ॥ দেখেন সে ঘাটে নৌক৷ আইল সেই ক্ষণে হৈল মহানন্দ পরস্পর সম্মিলনে ॥ ঐপরমেশ্বরী দাস লুসিংহ চৈ ন্য। ঠাকুরকানাই আদি সৰ্ব্বাংশে নৈপুণ্য ॥ কে বুঝিতে পারে এই সভার অন্তর। ঐ গাচাৰ্য্য মিলি স্থখ বাঢ়িল বিস্তর। শ্রীনবদ্বীপের কথা আচার্য্য কহিতে। হইল ব্যাকুল কেহো নারে স্থির হষ্টতে ॥ ঐ নিবাস-তাচিার্যাদি অধৈর্য হৃদয় । কতক্ষণে স্থির হৈল সবে প্রেমময় ॥ শ্ৰীপরমেশ্বরী দাস আদি সৰ্ব্বজনে। প্ৰণমিল রাজা পড়ি সভার চরণে ॥ সকলেই পাইয়। রাজার পরিচয় । কৈলা গাঢ়ালিঙ্গনালু গ্রহ অতিশয় ॥ দেখি সে সভার তেজ ঐ বীরহাম্বীর । প্রেমানদে অধৈর্ঘ্য হইতে নারে স্থির ॥ কণ্টকনগরবাণী দেখি প্রেমোদয় | রজার পৌভাগ্য সকলেই প্রশংসয় ॥ শুনিতে রাজার দৈন্য কেব। নাহি ঝুরে । নৃসিংহ চৈতন্য ধন্য কহয়ে রাজারে ৷ কেহো কহে অচির্য্যের কৃপা বলবান । সে সম্বন্ধে রাজা যেন প্রাণের সমান ॥ রাজায় অদ্ভুত মেহ বাঢ়িল সভার । কহিতে কি জানি জন্মে যে চেষ্ট। রজার ॥ ঐপরমেশ্বরী দাস ঠাকুর উল্লাসে । লৈয়া গেলা নৌকায় আচার্য শ্ৰীনিবাসে । আচার্য্যের প্রতি কহে মধুর বচন । শ্ৰীঈশ্বরী পূন যাইবেন বৃন্দাবন ॥ রাধিক। শ্ৰীগোপীনাথেরে সমৰ্পিয় । আমব আসিব শীঘ্ৰ নৌকায় চাপিয়া ॥ এত কহি ঘু চাইয়া বস্ত্র ভালবণ। করাইল রাধিকার ঐ মূৰ্ত্তি দর্শন ৷
পাতা:ভক্তিরত্নাকর.djvu/১০১৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।