পাতা:ভক্তিরত্নাকর.djvu/১০১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ত্রয়োদশ তরঙ্গ ভক্তিরত্নাকর రి ది সৰ্ব্বাঙ্গ সুন্দর দিতে উপমা না হয়। দেখিয়া আচাৰ্য্য প্রেমেবিহ্বলাতিশয় ॥ পুনঃ শ্ৰীপরমেশ্বরী দাস আচার্য্যেরে। দেখান সামগ্ৰী সব আনন্দ অন্তরে । গোপীনাথ শ্ৰীগোপীনাথের প্রিয়াদ্বষ । এ তিনের বস্ত্ৰ অলঙ্কারাদি এ হয় ৷ স্ত্রীগোবিন্দ মদনমোহন প্রভুগণে । সমৰ্পিব এ বস্ত্রীলঙ্কার স্থানে স্থানে ॥ পৃথক পৃথক ঐছে সব দেখাইল। দেখি আচার্ঘ্যের মহা আনন্দ বাঢ়িল ॥ বস্ত্ৰ অলঙ্কার কিছু মুদ্র সহস্ৰেক । দিলেন আচাৰ্য্য করি বিনয় অনেক। শ্ৰীপরমেশ্বরী দাস পরমস্নেহেতে। করান দর্শন সভে অনিয়া নৌকাতে ॥ নরোত্তম রামচন্দ্র গোবিন্দ স্ত্রীদাস । গোকুলানন্দাদি সভে দর্শনে উল্লাস ॥ গঙ্গাতীরে লোকের সংঘট অতিশয় । দেখিয়া বৈষ্ণবশোভ হর্ষে কত কয় ॥ কতক্ষণ গঙ্গাতীরে রহি সর্বজন ॥ চলিলেন গৌরাঙ্গের করিতে দর্শন ॥ ঐযদুনন্দন আদি মহাহৰ্ষ মনে। সভে লৈয়া গেলেন শ্ৰীগৌরাঙ্গপ্রাঙ্গণে ॥ গৌরাঙ্গের দর্শন করিয়া সৰ্ব্বজন ৷ হইল। অধৈৰ্য্য অশ্র নহে নিবারণ ॥ উথলিল প্রেমগিন্ধু গৌরাঙ্গ প্রাঙ্গণে । সকলে হইলা মত্ত লীনামকীর্তনে ॥ ঐনামকীৰ্ত্তন ধ্বনি ভেদয়ে গগণ । নৃসিংহ চৈতন্য করে অদ্ভুত নর্তন ॥ প্রেমাবেশে কহয়ে পরমেশ্বরীদাস। গাও গাও ওহে নরোত্তম শ্ৰীনিবাস ॥ ঠাকুর কানাই স্থির হইতে না পারে। রামচন্দ্রে আলিঙ্গন করে বারে বারে । শ্ৰীদাস-গোকুলানন্দ গোবিন্দাদি যত । শ্ৰীনামকীৰ্ত্তনে সভে হৈল উনমত ॥ প্ৰভু