পাতা:ভক্তিরত্নাকর.djvu/১০২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

સ્વ8 ভক্তিরত্নীকর । [ দ্বিতীয় তরঙ্গ । সেই দিন মন্দিরের আরম্ভ করিল । নানা রত্নভূষণে ভূষিত করাইল ॥ পরিধেয় বস্ত্রাদি সে বিবিধ প্রকার। রাখাইলা যত্ন করি পৃথক্ ভাণ্ডার ॥ ভোগের সামগ্ৰী নানা প্রকার করিলা । ভুঞ্জিবেন প্রভু ইথে মহাহৰ্ষ হৈল ॥ মদনগোপালে দেখি কেবা ধৈর্য্য ধরে । ব্রজবাসিগণ ভাসে সুখের সাগরে ৷ সঙেক্ষপে কহিল এ প্রসঙ্গরসায়ন । মদনমোহন সনাতনের জীবন ৷ আহে বাপু শ্ৰীনিবাস কহিতে কি আর । প্রভু ভক্তদ্বারে কৈল অীপনা প্রচার ॥ শ্ৰীপরমানন্দভট্টাচাৰ্য্যমহাশয় । শ্ৰীমধুমণ্ডিত অতিগুণের অtলয় ॥ দোহে প্রেমধীন কৃষ্ণ ব্রজেন্দ্রকুমার । পরম-দুর্গম চেষ্টা কহে সাধ্য কার ॥ বংশীবট নিকট পরম-রম্য হয় । তথা গোপীনাথ মহরঙ্গে বিলসয় ॥ তথাহি সাধনদীপিকায়tং ॥ যস্তেন স্থপ্রকটিতে গোপীনাথে দয়াম্বুধিঃ । বংশীবটতটে শ্ৰীমদ্যমুনোপতটে শুভে ॥. অকস্মাৎ দর্শন দিলেন কৃপা করি । শ্ৰীমধুপণ্ডিত হৈল। সেবা-অধিকারী ॥ শ্ৰীপরমানন্দভট্টাচাৰ্য্য-মহাশয় । শ্ৰীমধুপণ্ডিত র্তার স্নেহ আতিশয় ॥ অহুে শ্ৰীনিবাস গোপীনাথের দর্শনে। কহিতে কে জানে যে আনন্দ বৃন্দাবনে ॥ হরয়ে সবার মনঃ তাঙ্গের ছটায় । করিতে দর্শন লক্ষ লক্ষ লোক ধায় ৷ শ্ৰীগোপীনাথের চারু চরিত্র মধুর। যে শুনে বারেক তার তাপ যায় দূর ॥ শ্ৰীব্রজের কথা ভক্তমুখে যে শুনিম্ন ।