পাতা:ভক্তিরত্নাকর.djvu/১০২০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১০১২ ভক্তিরত্নাকর । [ ত্রয়োদশ তরঙ্গ । মহামত্ত হৈলা সঙ্কীর্তনে ॥ নরহরি পাদপদ্ম করিয়া স্মরণ । গোপাল-গৌরাঙ্গ-রূপে অর্পিলা নয়ন ৷ শ্ৰীকৃষ্ণচৈতন্য নাম লৈয়া বার বার। হৈলা সঙ্গোপন দেখি লোকে চমৎকার। ধন্য সে শ্রাবণ শুক্ল চতুর্থ দিবস। কেবা নাহি গায় রঘুনন্দনের যশ ॥ ঐরঘুনন্দনপুত্র ঠাকুর কানাই। কৈলা মহোৎসব আয়োজন অন্ত নাই ৷ শ্ৰীনিবাসাচার্য্য খণ্ডে রহিল তাবৎ । মহামহোৎসব সাঙ্গ নহিল যাবৎ ॥ হৈল মহোৎসব যৈছে না হয় বর্ণন । সকল মহান্ত খণ্ডে করিলা গমন ॥ আচাৰ্য্য ঠাকুর প্রাজ্ঞ সৰ্ব্ব-সমাধানে। কহিতে কি জানি, যে আনন্দ সঙ্কীওঁনে ॥ ঐঠাকুর কানাইর পুত্র শ্ৰীমদন । তেহেঁ সঙ্কীর্তনে কৈলা অন্তত নৰ্ত্তন মদনের গুণগণ কে কহিতে পারে। প্রসঙ্গ পাইয়া কিছু কহি অল্পাক্ষরে ৷ কৈশোরে কানাইর ক্রমে হৈল পুত্রদ্বয়। শ্ৰীমদন আর বংশী ভক্তিরসময় ॥ মদন পেীগণ্ডে ভক্তিরত্ন প্রকাশিল । প্রভু-নরহরি-পদে আত্ম সমপিলা ॥ যারে দেখি মহানন্দ পায় সর্ব জনে। যে নৃত্য কীৰ্ত্তনে, তা বণিতে কে বা জানে ॥ কি বলিব শ্ৰীখণ্ডে যে প্রেমের প্রকাশ । হইল সম্পূর্ণ যার যেই অভিলাষ ॥ সকল মহান্ত নিজ নিজলয়ে গেলা । শ্ৰীনিবাগাচাৰ্য্য যত্নে বিদায় হইলা ॥ ঠাকুর কানাই যে কহিল গন্তকালে । শুনি শ্ৰীনিবাস ভালে নয়নের জলে । স্ত্রীরঘুনন্দন গুণগণ যোঙরিয়া। আইলেন বাজি গ্রামে কাদিয়া কাদিয়া । যাজি গ্রামে আচাৰ্য্য রহিয়া দিন