পাতা:ভক্তিরত্নাকর.djvu/১০২১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

| ক্রয়োদশ তরঙ্গ। ভক্তিরত্নাকর। > e 》○ চারি। বনবিষ্ণুপুরে গেল অতি শীঘ্ৰ করি ॥ গোষ্ঠীসহ রাজা মহা উল্লাস অন্তরে। আগুগরি লৈয়া গেলা আচাৰ্য্য ঠাকুরে । বিষ্ণুপুরে আচার্য্যের অপূর্ব আলয়। গণসহ কৈল তথা আচাৰ্য্য বিজয় ॥ মহাভাগ্যবন্ত যত বিষ্ণুপুরবাসী । আচার্য্যের দর্শনে বিহবল দিবা নিশি ॥ একদিন ঐ আচাৰ্য্যঠাকুর স্বপ্নেতে। করয়ে বিবাহ গৌরচন্দ্রের আজ্ঞাতে ॥ এ অতি কৌতুক জানাইয়ে সঙেক্ষপেতে । আচার্য্যের দ্বিতীয় বিবাহ যেন মতে ॥ গোপালপুর নামেতে গ্রাম রাঢ়দেশে । ব্রাহ্মণসমাজ তথা অশেষ বিশেষে ॥ সেই গ্রামে রঘুনাথ বিপ্রের অলয়। শ্রীরাঘলচক্রবর্তী নাম কেহো কয় ॥ (শ্ৰীমাধবী নামে হয় বিপ্রের বনিতা। তার কন্যা ঐগৌরাঙ্গপ্রিয়া স্বচরিত ॥ কন্যার সম্বন্ধ কথু স্থির নাই হয়। ব্রাহ্মণ ব্রাহ্মণী চিত্তে চিন্তা অতিশয় ॥ একদিনে রজনীপ্রভাতে ঠাকুরাণী। কহয়ে ভর্তার প্রতি স্বমধুর বাণী ॥ স্বপ্নে মোরে কহে এক বিপ্র মহা আৰ্য্য। তোমার কন্যার ভর্তা শ্ৰীনিবাসীচাৰ্য্য । যত্নে মুই তার আগমন জিজ্ঞাসিতে। তেহেঁ কহে আইলাম শাস্তিপুর হৈতে ॥ পুন কিছু জিজ্ঞাসিতে নিদ্রা ভঙ্গ হৈল । যে তেজ দেখি তাহ হৃদয়ে ব্যাপিল ॥ বিপ্র কহে প্রভাতে মু দেখিলু স্বপন। খ্ৰীনিবাসাচার্ঘ্যে কৈম্বু কন্যা সমপর্ণ ॥ শুনিয়া ব্রাহ্মণী কহে বিলম্বে কি আর । যাই তথা অবশ্য কৱিৰ অঙ্গীকার। ব্রাহ্মণীর বাক্যে বিপ্র উল্লাস