পাতা:ভক্তিরত্নাকর.djvu/১০২২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

So Y 8 ভক্তিরত্নাকর । [ ত্রয়োদশ তরঙ্গ । অন্তরে । শীঘ্ৰগিয়া নিবেদন কৈল আচার্য্যেরে ॥ শুনিয়া আচাৰ্য্য স্তব্ধ হইয়া রহিল । সর্ব মনোহিত লাগি বিবাহ করিলা ॥ সৰ্ব্বলোক ধন্য ধন্য কহে বীর বীর । যৈছে কন্যা তৈছে পত্র শোভা চমৎকার। গোষ্ঠীসহ রাজার উল্লাস অতিশয় । আচাৰ্য্য বিবাহে বহু অর্থ কৈল ব্যয় )কিছু দিন আচাৰ্য্য রহিয়া বিষ্ণুপুরে । আইলেন যাজি গ্রামে প্রবোধি সভারে ॥ , गउंगश् অtচার্ষ্য গমন নিজ ঘরে । গ্রামবাসী লোক দেখে উল্লাস অন্তরে ॥(আচার্য্যের ভার্য তুহু দেহে নিরর্থিয় । স্বাভাবিক প্রেমানন্দে উথলয়ে হিয়া ॥ দোহার যে প্রেমচেষ্টা কহি সাধ্য নাই । অtচার্যের সেবামুখে বিহবল সদাই ॥} আচাৰ্য্য শ্ৰীকৃষ্ণ-প্রেমানন্দে বিলসয় । শিষ্যগণে ভক্তিগ্রস্থরত্ব বিতরয়। এক দিন আচাৰ্য্য কহয়ে শিষ্যগণে । অকস্মাৎ আনন্দ জন্মিছে মোর মনে ॥ ঐ পরমেশ্বরীদাস আদি প্রভুগণ । অদ্য বা সভার এথা হয় আগমন ॥ এত কহিতেই শ্রীপরমেশ্বরী দাস । আইসেন দূরে দেখিলেন শ্ৰীনিবাস ॥ সভাসহ আগুসার আচাৰ্য্যঠাকুর। কৈল যে সম্মান তাহ বচনের দূর । শ্ৰীপরমেশ্বরী দাস আদি সৰ্ব্বজনে। জিজ্ঞাসে কুশল বসাইয়া দিব্যাসনে ॥ শ্ৰীপরমেশ্বরীদাস কহে ধীরে ধীরি। নির্বিঘ্নে গেলাম বৃন্দাবনে শীঘ্ৰ কীি ॥ সেবাধিকারিরে গোপীনাথ অজ্ঞ। কৈল । লৈয়া গেনু র্যারে তারে বসে বসাইলা ॥ পূৰ্ব্ব ঠাকুরাণী হর্ষে বলিলা দক্ষিণে ৷ হইল অদ্ভুত শোভ