পাতা:ভক্তিরত্নাকর.djvu/১০২৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ত্রয়োদশ তরঙ্গ ভক্তিরত্নাকর। >9》芬 যাইeে বৃন্দাবনে শুভক্ষণে খড়দহ হৈতে যাত্র কৈলা । স্বগণ সহিত সপ্তগ্রামেতে আইলা ॥ পরম স্বকৃতিমন্ত বণিক্‌-ভবনে । দিন দুই রহে হৈয়। বিহ্বল কীৰ্ত্তনে ॥ পতিত দুঃখিতে ভক্তিরত্ন দান দিয়া । আইলেন শান্তিপুরে উল্লসিত হৈয় ৷ প্ৰভু অদ্বৈতের পুত্র কৃষ্ণমিশ্র সনে । হইলেন পরমবিহ্বল সঙ্কীর্তনে কৃষ্ণমিশ্রে না জানি কি নির্জনে কহিয়া। আইলা অম্বিক প্রিয়গণ সঙ্গে লৈয় ॥ তথ। যে আনন্দ তাহা কহি কি শকতি । নবদ্বীপে আলি দিন দুই কৈল স্থিতি ॥ নদীয়tয় যে প্রেমপ্রকাশ কৈলা প্রভু। তাহ এক মুখে না বর্ণিতে পারি কভু ॥ নবদ্বীপ হৈতে শীঘ্ৰ শ্ৰীখণ্ডে চলিলা । ঠাকুর কানাই আগুগরি লৈয় গেল। ॥ শ্রীরঘুনন্দন-পুত্র ঠাকুর কানাই। র্তার প্রেমচেষ্ট যৈছে কহি সাধ্য নাই ॥ সঙ্কীৰ্ত্তনাবেশে প্রভু তারে সন্তোষিয়া। যজি গ্রামে চলিলেন নিভৃতে কি কৈয় ! গণসহ আচাৰ্য্য ঠাকুর আগুসরি । লইয়া গেলেন ঘরে মহাযত্ন করি ॥ তথা কৃষ্ণকথা-রসে বিহ্বল হইলা । না জানি নিভৃতে কিব! আচার্য্যে কহিলা ৷ কণ্টকনগর চলে যজিগ্রাম হৈতে । আচাৰ্য্য চলয়ে সঙ্গে স্বগণ সহিতে ৷ কণ্টকনগরে এক দিন। কৈল স্থিতি । তথা হৈল প্রেমায় বিহবল দিব! রাতি। ঐনিবাসাচাৰ্য্য প্রভু বিদায় করিয়া। শ্ৰীখেতরি গ্রামে গেলা বুধরি হইয়া ॥ ঐঠাকুর মহাশয় কত না আনন্দে । আওসরি লৈয় গেল প্ৰভু ধীরচন্দ্রে। সঙ্কীর্তনে নৃত্য কৈলা গৌরাঙ্গ