পাতা:ভক্তিরত্নাকর.djvu/১০২৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

^ • R • ভক্তিরত্নাকর । [ ত্রয়োদশ তরঙ্গ । প্রাঙ্গণে । আইল অদস্থ্য লোক প্রভুর দর্শনে ॥ শ্ৰীঠাকুর মহাশয়ে নিজনে কি কৈয়া । চলিলেন ব্রজে গণসহ হর্ষ হৈয়া ॥ পথে এক দরিদ্র ব্রাহ্মণে কৃপা কৈলা। সে ব্রাহ্মণ ভক্তিরত্ন-ধনে ধনী হৈলা ॥ এক বিপ্ৰ বিদ্যা-গৰ্ব্বে কাহু ন গণয়। তার গৰ্ব্ব চূর্ণ করি কৈল ভক্তিময় । পথে নানা কৌতুক প্রকাশি গণ সনে। মথুরায় প্রবেশ করিলা কথোদিনে ॥ প্ৰভু ধীরচন্দ্রের সৌন্দর্য্য অতিশয় । দেখিতে ধাইল লোক স্থির নাই হয় ৷ পরস্পর কহে লোক চাহি প্রভু-পানে। দেখ নিত্যানন্দ বলদেবের সন্তানে ॥ কেহে কহে মনুষ্যে কি এত শোভা হয়। কেহো কহে এ মেন মানুষ কভু নয় ॥ কেহে কহে দেখ কি অপূৰ্ব্ব সঙ্গিগণ । দেখিতে সবার তেজ জুড়ায় নয়ন ॥ ঐছে কত কহি, চাহি রহে সৰ্ব্বজন । সৰ্ব্বত্র ব্যাপিল বীরচন্দ্রের গমন ॥ শুনি বীরচন্দ্রের গমন বৃন্দাবনে । আগুলরি লইতে আইসে সৰ্ব্ব জনে ॥ স্ত্রীজীবগোসাঞি ঐচৈতন্যপ্রেমময় । কৃষ্ণদাস কবিরাজ গুণের অtলয় ॥ গদাধর পণ্ডিত গোসাঞি শিষ্যবর্ষ্য । গোবিন্দের অধিকারী শ্ৰী অনন্তাচাৰ্য্য ॥ ষ্ঠার শিষ্য হরিদাস পণ্ডিত গোসাঞি। গোবিন্দাধিকারি-গুণ কহি অন্ত নাই ৷ শ্ৰীগোবিন্দ র্যার প্রেমাধীন জানাইলা । র্যার ঠাই দুগ্ধ-জন্ন মাগিয়া খাইলা ॥ তথাহি সাধনদীপিকায়াং ॥ প্রভোরীজ্ঞাবলেনাপি শ্রীরূপেণ কৃপান্ধিন ।