পাতা:ভক্তিরত্নাকর.djvu/১০৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় তরঙ্গ । ] ভক্তিরত্নীকর । 芯仓 সে অতিবিস্তার তার কিছু শুনাইনু ॥ অহে শ্ৰীনিবাস প্রাণ করয়ে কেমন । হেন দিন হ’বে কি, যাইব বৃন্দাবন ॥ স্ত্রীচৈতন্যদাস ঐছে কহিতে কহিতে । নয়নে বহয়ে ধারা নারে নিবারিতে ॥ পিতার চরণ ধরি কান্দে ক্রীনিবাস । মনে মনে কহে কি পূরিবে মোর আশ ॥ পিতা পুত্রে স্থির হইলেন কতক্ষণে । কি অদ্ভূত প্রেমের প্রতাপ কেবা জানে ॥ কৃষ্ণকথা বিনা কিছু নাহি ভায় চিতে । হেন পিতাপুত্রের উপম৷ নাহি দিতে ॥ পিতাপুত্র-সম্বাদ শুনয়ে যেই জন । অনায়াসে পায় সে দুর্লভ ভক্তিধন ॥ শ্ৰীনিবাস-আচাৰ্য্য-চরণ চিন্ত৷ করি । ভক্তিরত্নাকর কহে দাস-নরহরি ॥ ॥ ॥ ইতি শ্ৰীভক্তিরত্নাকরে "শ্রীনিবাসজন্মাদি প্রসঙ্গানুকথনে বৃন্দাবনে শ্ৰীগোবিন্দাদি প্রকটবর্ণন নাম দ্বিতীয় তরঙ্গ ॥ ২ l # ॥