পাতা:ভক্তিরত্নাকর.djvu/১০৩০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* १९२ ভক্তিরত্নাকর। [ ব্রয়োদশ তরঙ্গ । অনুমতি লৈয়া চলে শ্ৰীবনপ্রমণে ॥ যাদব আচাৰ্য্য জাদি সঙ্গেতে চলিলা । মধু তাল কুমুদ বহুল বনে গেলা ॥ সবাসহ রাধাকুণ্ডে গমন করিতে । শ্ৰী জীবগোস্বামী আদি মিলে সেই পথে: অনেক বৈষ্ণবে প্ৰভু বেষ্টিত হইয়া । দেখয়ে অদ্ভুত শোভা কুণ্ডতীরে গিয় ॥ প্রভু গৌরচন্দ্র বনভ্রমণের কালে । বসিয়াছিলেন কুণ্ডে তমালের তলে ॥ তথায় যাইয়া বীরচন্দ্র প্রেমময় ৷ হইলেন যৈছে দেখি সবার বিস্ময় ॥ কতক্ষণে স্থির হৈয়া প্রভু বীরচন্দ্র । কুণ্ডদ্বয় দর্শনে পাইলা মহানন্দ ॥ রাধাকুপ্ত শ্যামকুণ্ড গিরি গোবৰ্দ্ধনে হৈলা মহাবিহবল নাচিলা সঙ্কীৰ্ত্তনে ॥ ব্রজবাসিগণে নানা দ্রব্য ভুঞ্জাইল । সব সহ र्मिन পাঁচ ছয় স্থিতি কৈল । ত্রজীব প্রভৃগুঞ্জদি ভাগবতগণে। করিলেন বিদায় যাইতে বৃন্দাবনে ॥ যদ্যপি যাইতে কেহে ন। পারে ছাড়িয়া । তথাপি যায়েন ভঁীর সন্তোষ লাগিয়া ॥ গোবৰ্দ্ধন হইতে গেলেন ধীরে ধীরে । শ্ৰীকৃষ্ণদাস কবিরাজের কুটীরে । তথা হৈতে বৃন্দাবন দুই দিনে গেল। কৃষ্ণদাসকবিরাজ সঙ্গেই চলিলা । বাস্থদেব উদ্ধব যাদব কথোজন । প্রভু বীরচন্দ্র সঙ্গে করিলা গমন । গোবৰ্দ্ধন হৈতে দেখি কৃষ্ণলীলা স্থান । সৰু সহ কাম্যবনে করিলা পয়ান ॥ বিমানাদি কুণ্ডে স্নান করি কাম্যবনে । বৃষভানু পুরে গেলা মহাহৰ্ষ মনে ॥ বাসুদেব প্ৰভু ধীরচন্দ্র প্রতি কয় । এই খানে বৃষভানু রজ র গ{লয় ৷ নানা ছলে কৃষ্ণ এথ আগমন করি । অল