পাতা:ভক্তিরত্নাকর.djvu/১০৩১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ত্রয়োদশ তরঙ্গ। ভক্তিরত্নাকর। ১০২৩ ক্ষিত দেখে রাধা অঙ্গের মাধুরী ॥ এক দিন কৃষ্ণ বসি ভাবে মনে মনে । কিরূপে যাইব বৃষভানুর ভবনে ॥ বৃষভানু কন্যাজন্মতিথি উৎসবেতে। ঐদামে পাঠান নন্দালয়ে নিমন্ত্রিতে ॥ শ্ৰীদাম যাইয়। সবে কৈল নিমন্ত্রণ। বৃষভানু-ভবনে অইলা সৰ্ব্বজন ॥ কৃষ্ণ মহানন্দে এথা আসি দাড়াইলা। সখীর ইঙ্গিতে রাঈ নির্জনে রহিল ॥ রাধাকৃষ্ণ দোহে দোহা দেখি অলথিত । ফিরাইতে নারে নেত্ৰ হৈয়া বিমোহিত ॥ গীতে যথা—তোড়ী ॥ রাধিকার জন্ম,-তিথি দিন জানি, ব্রজে কেহো ধৃতি ধরিতে নারে । নন্দ যশোদাদি, অধিক উলাসে, আইসেন বৃষভানুর ঘরে ॥ বৃষভানু নন্দে, অগুসরি ঘরে, অসে যশোদায় কৃত্তিক লৈয় । দধি হরিদ্রাদি, ছড়া’য়া অঙ্গণে, নাচে গোপগণ হরয় হৈয়। ॥ বাজে কত ভাতি, বাদ্য কোলাহলে, কেহো কারু কথা না শুনে কাণে পাইয়া সময়, কাল অলখিত, চাহি রহে রাঈমুগের পানে ॥ রাধা বিধুমুখী, শ্যামমুখ শোভ, হেরি রহে নারে ফিরাতে আঁখি । নরহরি ভণে, না জানি-কি রগ, প্রকাশয়ে দুই দোহারে দেখি ৷ প্রভু বীরচন্দ্র বৃষভানু-পুর হৈতে। প্রবেশিলা নন্দগ্রামে সভার সহিতে ॥ বাস্থদেব কহে চাহি প্ৰভু মুখপানে। এখ মহীরঙ্গ কৃষ্ণ জন্মতিথি দিনে ॥