পাতা:ভক্তিরত্নাকর.djvu/১০৩৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ত্রয়োদশ তরঙ্গ। ভক্তিরত্নাকর। ১০২৫ মাঝে এবে কি হবে উপয় ॥ ভাবিতে ভাবিতে বিনোদিনী । হইল বিরস ঘামে তিতেঃ তনু খানি ॥ ললিতা রাঈরে সেই ক্ষণে । বিরচিয়া ছলে লৈয় গেলা নিরজনে ॥ নয়নইঙ্গিতে কুন্দলত। পাঠাইলা কাপুরে আছয়ে রাই যথা ॥ দোহার মিলনে মহীরঙ্গ । নরহরি দেখে দূরে রহি সখী-সঙ্গ ॥ কৃষ্ণ-জন্মতিথি-রঙ্গ শুনি হর্স মনে । দেখে কৃষ্ণ বিলাসের স্থান গণসনে ॥ শ্ৰীপাবন সরোবরে প্রভু স্নান কৈলা। দেখিয়া খদিরবণ যাবটে আইলা ॥ কৃষ্ণলীলা স্থান বহু দর্শনে উল্লাস । রামঘাটে গেলা যথা কৈলা রাম রাস ॥ বলদেব-চরিত্র গাইয়। নৃত্য কৈলা। দেখিয়া ভাণ্ডারবট স্থান হৰ্থ হৈলা। বাস্থদেব কহে এ ভাণ্ডীরবট-স্থান। শ্ৰীভাণ্ডীর বট হইলেন অন্তৰ্দ্ধান ॥ শুনি প্রভু বীরচন্দ্র বগি নির্জনে । ভাণ্ডীরে যে ক্রীড়া তাহ চিন্তে মনে মনে ॥ অকস্মাৎ দেখে রামকৃষ্ণ দুই ভাই । গোপাল সহিত বিলসয়ে সেই ঠাই ॥ শ্ৰীভাণ্ডীরবট শোভা অতি মনোহর। দেখি বীরচন্দ্র প্রভু অধৈৰ্য্য অন্তর ॥ নন্দঘাট চিরঘাট গেলা ভদ্রবন। ভাণ্ডীর শ্ৰীলোহ বনে করিলা ভ্রমণ ॥ গণসহ শ্ৰীগোকুল মহাবনে গিয়া। দেখিলেন কৃষ্ণ-জন্মস্থান হর্ষ হৈয় । রাজলে দেখিয়া স্ত্রীরাধিক-জন্মস্থান। মথুরায় ঐবিশ্রান্তিঘাটে কৈলা স্নান ॥ দেখি গোকর্ণাখ্য শিব গেলেন অকরে। বৃন্দাবনে প্রবেশিলা গোবিন্দমন্দিরে ॥ সেই দিন 举 छिड-आर्द्ध श (४िअ ), ( ১২৯ )