$6:RN ভক্তিরত্নাকর। [ ব্রয়োদশ তরঙ্গ। ভাদ্র কৃষ্ণাষ্টমী তিথি হয়। ঐগোবিন্দ-জন্ম-অভিষেক শোভাময় t দেখি এ সকল লোক মনের উল্লাগে । কেহো কত কহয়ে মধুর মৃত্যু ভাষে ॥ গীতে যথা—মঙ্গলঃ ॥ আজু শুভ ক্ষণে, জন্ম-অভিষেক, সিংহাসনে শোভে গোবিন্দ-ইন্দু। অঙ্গভঙ্গি ভূরি, ভুবন মোহয়ে, নিরুপম ‘রূপ, অমিয়া-সিন্ধু । মনমথ মদ, ভর হরমুখ, হেরি কেহো নাহি ধৈর্য বঁধে । দধি হরিদ্রাদি, ছড়া'য় অঙ্গণে, নাচে সবে মহামধুর ছাদে ॥ অভিষেক-গীত, গায় নানা ভাতি, ধরে তাল তাহে উথলে হিয়া । বায় মৃদঙ্গাদি, বাদ্য দৃমি দৃমি, তাদৃমি দৃমিকি তাধিক্ ধিয় ॥ স্বরপতি গতি, অতিঅলক্ষিত, বরিমে কুসুম স্বগণ সঙ্গে ৷ জয় জয়ধ্বনি, ঘন ঘন ভণ, ঘনশ্যাম মন মুদিতরঙ্গে ॥ পুনঃ কামোদঃ ॥ দেখ অভিষেক শুভ ক্ষণে। গোকুলবল্লভ বিলপয়ে সিংহাসনে ॥ আহা মরি কি রূপ মাধুরী। কুলবর্তী সতীর পরাণ করে চুরি ॥ কি নব স্থগন্ধি দ্রব্য দিয়া। কে মাজিলে এ তনু কেমনে ধরি হিয়া ॥ কে সাধে পরাইলে পীত বাস । মেঘের উপরে কি বিজুলী পরকাশ ॥ গোরোচনা-চন্দন-সহিতে । কে দিলে তিলক ভালে ভুবন মোহিতে ॥ কে বান্ধিলে ফুলে কেশ বুট । জগতের ধৈর্য ধরম ধন ছুট৷ কে দিলে কুণ্ডল
পাতা:ভক্তিরত্নাকর.djvu/১০৩৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।