পাতা:ভক্তিরত্নাকর.djvu/১০৩৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ত্রয়োদশ তরঙ্গ। ভক্তিরত্নাকর। २०२१ শ্রুতিমূলে। দোলে কি মধুর ইথে কেবা নাহি ভুলে ॥ কে দিলে গলায় মণিমালা । বাঢ়াইলে অবলাকুলের কামজ্বালা । কে দিলে নুপুর রাঙ্গ পায়। ঝুমু নুনু নুনু রবে রমণী মাতায় ॥ তাপনা নিছয়ে ঘনশ্যাম । ত্রিভঙ্গ ভঙ্গিতে মুরুছয়ে কত কাম ॥ প্রভু বীরচন্দ্রের আনন্দ থেণে খেণে। মদনমোহন গোপীনাথের দর্শনে ॥ ভদ্র শুক্ল অস্টমীতে রাধিক-জনম । দেখে র্তার অভিষেক-শোভা নিরুপম ॥ গীতে যথা—কামোদঃ ॥ আজু কি মঙ্গল অভিষেক শো তাময়। রাধিক-রতন সিংহাসনে বিলসয় ॥ জিনি কাচা সোনা রূপ ঝলমল করে । মুলচাদে কত-ন চাদের মদ হরে ॥ নিরুপম নয়ন চাহনি চারু শোভ। প্রতি অঙ্গ বলনি ভুবন মন-লোভী ॥ কেবা ন! আইসে এ না শোভা নিরখিতে। ফিরাইতে নারে অখি বীরেক চাহিতে ॥ জয় জয় ধ্বনি সবে করে চারি পাশে । বিয়াপে বাদ্যের ধ্বনি এ ভূমি আকাশে ॥ নাচে কত সাধে। লোক দেখা নাই তার । দধি দুধ হলদি ছড়ায় ভারে ভার ॥ উপজয়ে পরম কৌতুক তিলে তিলে । এ হেন আনন্দে কার হিয়া না উথলে ॥ আইল যাচক যত তেষিয়ে সভtয়। ভুবন ভরিল যশে নরহরি গায় । পুনঃ কামোদঃ ॥ জাজ কি মঙ্গল অভিষেক শুভ ক্ষণে । বিনসয়ে রাধিক৮