পাতা:ভক্তিরত্নাকর.djvu/১০৩৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* * So ভক্তিরত্নীকর । [ চতুর্দশ তরঙ্গ । রোহিণীতনয় ॥ জয় শ্ৰীঅদ্বৈতচন্দ্র কুবের নন্দন ৷ জয় গদাধর তার গৌরাঙ্গ জীবন ॥ জয় জয় শ্ৰীবাস মুরারি প্রেমময় । জয় জয় বক্রেশ্বর গুণের অtলয় ॥ জয় হরিদাস জয় দাস গদ|ধর। জয় পুণ্ডরীক বিদ্যানিধি শুক্লাম্বর ॥ জয় নরহরি গৌরীদাস ধনঞ্জয়। জয় রামানন্দ ভবানন্দের তনয় । জয় ঐবিজয় বাস্ত্র মাধব মুকুন্দ । জয় কাশীশ্বর যন্ধু শ্ৰীপরমানন্দ ৷ জয় জয় স্ত্রীনন্দন আচাৰ্য্যরতন । জয় গৌরচন্দ্রপ্রিয় রূপ সনাতন ॥ জয় রঘুনাথ রঘুনাথ শ্ৰীগোপাল । শ্ৰীভূগর্ভ লোকনাথ ঐ জীব দয়াল ৷ জয় জয় শ্ৰীগৌরচন্দ্রের ভক্তগণ র্য সভার স্মরণে মিলয়ে ভক্তিধন ৷ জয় জয় শ্রোতাগণ গুণের অলিয় । এবে যে কহিয়ে শুন হুইয়া সদয় ॥ শ্ৰী আচাৰ্য্যঠাকুর পরমানন্দমনে । ভক্তিগ্রন্থ সদা অস্বিাদয়ে গণ সনে ॥ সৰ্ব্বশাস্ত্রে অধ্যাপক প্রভুর কৃপায় । ভক্তিবিরোধির গর্ব হরয়ে সদায় আচার্যের প্রেমভক্তি চেষ্টা অন্ত নাই । র্যারে অত্যদের করে স্ত্রীজীব গোসাই ॥ ঐ জীবের স্নেহ যৈছে কে কহিতে পারে। ব্রজে হৈতে কৃপাপত্রী লেগে আচার্য্যেরে ॥ একদিন আচাৰ্য্য কহয়ে নিজগণে । আসিব গোসাইর পত্রী বিলম্ব বা কেনে ॥ হেনই সময়ে বিজ্ঞ শ্ৰীবসন্তরায়। পত্রী লৈয় আইলা তেঁহে আচার্যসভায় । ব্রজের সংবাদ জানাইয়া তাল্পক্ষিরে । শ্রীজীবগোর্সইর পত্রী দিলা আচার্য্যেরে ॥ আচাৰ্য্য পরমদরে পত্রিক। লইয়া । করে পত্নী পাঠ, নেত্রজলে সিক্ত হৈয়া ॥