পাতা:ভক্তিরত্নাকর.djvu/১০৪৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্দশ তরঙ্গ। ] ভক্তিরত্নাকর । 8 ه به বিন্দ যৈছে অচির্য্যের শিষ্য হৈলা । মহুলা হইতে যৈছে বোরাকুলী তাইল ॥ যৈছে বোরাকুলিগ্রামে করিলেন বাস । ইহা কি বর্ণিব, ইহা সৰ্ব্বত্র প্রকাশ ॥ শ্ৰীগোবিন্দ-ভবনে আনন্দ উথলিল । সব সহ অচির্য্যের গমন হইল ॥ মহামহোৎসব আয়োজন করাইলা । সৰ্ব্বত্রেই নিমন্ত্রণপত্রী পাঠাইল ॥ আইলেন বীরচন্দ্র নিজগণ-সনে । কৃষ্ণমিশ্র আইল৷ বেষ্টিত নিজগণে ॥ শ্ৰীহৃদয়ানন্দ-শিষ্য শ্ৰীগোপীরমণ । অম্বিক। হইতে তিহো করিলা গমন ॥ ঠাকুর-রামাই মহা উল্লাসহিয়ায় । আইলা বলরাম-আগে হইয়া বিদায় ॥ ঠাকুর-কানাই রঘুনন্দনতনয়। গণসহ খণ্ড হৈতে করিলা বিজয় ৷ কণ্টকনগর হৈতে শ্ৰীযদুনন্দন । গৌরচন্দ্রে প্রণমিয়া করিল। গমন ॥ শ্ৰীনয়নানন্দমিশ্র মহাহৰ্ষ হৈয়া । করিলা গমন প্রিয়গণ সঙ্গে লৈয়া ॥ আইলা সবে বোরাকুলিগ্রাম-সন্নিধানে । হৈল যে আনন্দ তা’ বণিতে কেবা জানে ॥ শ্ৰীআচাৰ্য্য-ঠাকুর, ঠাকুর-যহাশয় । রামচন্দ্র শ্ৰীদাস গোকুলানন্দাদয় ॥ আগুসরি গিয়া আনিলেন সর্বজনে হইল অদ্ভূত রঙ্গ গোবিন্দভবনে ॥ সে দিবস নৃত্য গীতানন্দে গোঙাইলা । প্রাতঃকালে সবে স্নানাদিক ক্রিয়া কৈল ॥ সবে আসি বসিলেৰ মন্দির-প্রাঙ্গণে ৷ হইল অপূৰ্ব্ব শোভা দেখে সৰ্ব্বজনে ॥ ঐীনিবাসাচার্য্য ঐবি গ্রহ আনাইল । দেখিয়া সবার মহা আনন্দ বাঢ়িল ॥ অভিষেকাদিক কাৰ্য্য করিবার তরে। সৰে অনুমতি দিল। আচাৰ্য্য-ঠাকুরে ॥ সকলের অনুমতি লইয় لانه ۵ ]