পাতা:ভক্তিরত্নাকর.djvu/১০৫১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্দশ তবঙ্গ। ] ভক্তিরত্নাকর। :e 89 প্রথমেই করে গৌরচন্দ্রগুণ গান। গানমস্ত্রে প্রভূ-গোঁরচন্দ্রে আকৰ্ষিল । গণসহ প্ৰভু যেন সাক্ষাৎ হইল ॥ শ্ৰীনরোত্তমের কণ্ঠধ্বনি মনোহর। বরিষয়ে কি নব অমিয়া নিরন্তর ॥ উপমা কি দেবের দুর্লভ সঙ্কীর্তনে ৷ হইলেন পরমবিহ্বল সৰ্ব্বজনে ॥ প্রেমময়াচার্য্য-অঙ্গে অঙ্গ হেলাইয়া । নীচে বীরচন্দ্ৰ-প্ৰভু অধৈৰ্য্য হইয়া। কৃষ্ণমিশ্র প্রভূ-অদ্বৈতাচাৰ্য্যতনয়। নিজনেত্রজলে সিক্ত হৈলা অতিশয় ॥ স্ত্রীরঘুনন্দনপুত্র ঠাকুরকানাই। প্রেমাবেশে মন্ত যৈছে কহি সাধ্য নাই ॥ ঐনয়নানন্দমিশ্র ধূলায় ধূসর। নাচিয়া বলয়ে কিবা ভঙ্গী মনোহর । ঠাকুর-রামাই নাচে অদ্ভুত ভঙ্গিতে। হুঙ্কার গর্জন করি ফিরে চারি ভিতে ॥ শ্ৰীদাস-গদায়ের শিষ্য শ্ৰীযদুনন্দন । দেখি র্তার দশা কে না করয়ে ক্ৰন্দন। শ্ৰীগোপীরমণচক্রবর্তী প্রেমভরে। ডুবিলেন সঙ্কীৰ্ত্তন-সুখের সায়রে । রামচন্দ্র শ্ৰীদাসাদি বৈষ্ণবসকল। ধরিতে নারয়ে ধৈর্য্য প্রেমায় বিহ্বল ॥ প্রভু বীরচন্দ্র নৃত্যাবেশে স্থির হৈয়া। করয়ে ক্ৰন্দন নরোত্তমে আলিঙ্গিয় ॥ হইল পরমপ্রেম-আবেশ সবার । কেবা কারে আলিঙ্গয়ে লেখা নাই তার ॥ আত্মবিস্মরিত সবে ভূমে গড়ি যায়। কেহ কেহ কাদিয়া ধরয়ে কারু পায় ॥ যে ভাবআবেশ তা’ বণিতে কেবা পারে । দেথি দেবগণ ধন্য মানে আপনারে ॥ সঙ্কীর্তন স্থির হৈতে সবে স্থির হৈলা। প্রভুর প্রাঙ্গণে মহা আনন্দে বসিলা ॥ রাধাকৃষ্ণ চৈতন্যচরিত্র আলাপনে । সবে যৈছে মগ্ন, তা দেখয়ে ভাগ্যবানে ॥ সবে স্থির