পাতা:ভক্তিরত্নাকর.djvu/১০৫২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

డి 0.88 ভক্তিরত্নীকর । চতুর্দশ তরঙ্গ। হৈয়া শ্ৰীঅঙ্গণে প্রশংসয় । প্রেমের সাগর এ অঙ্গণ সুনিশ্চয় ॥ চক্রবর্তী-গোবিন্দের দেখি ভাববেশ । সবার অন্তরে হৈল উল্লাস অশেষ ॥ " ভাবক-চক্রবর্তী” হৈল তার খ্যাতি । কেবা না প্রশংসে দেখি প্রেমভক্তি রীতি । কিছু দিন বোরকুলিগ্রামে সৰ্ব্বজনে । রছিলেন মহামত্ত হৈয়া সঙ্কীর্তনে । প্রভু বীরচন্দ্র কৃষ্ণমিশ্রাদি সকলে ৷ হইল ব্যাকুল অতিবিদায়ের কালে ॥ বিদায় হইয়া মৈছে সবার গমন । তাহ একমুখে কিছু না হয় বর্ণন ॥ আচাৰ্য্যঠাকুর-মহাশয় গণসনে । পাছে পাছে চলে তা শ্রী বীরয়ে নয়নে ॥ বিবিধ সামগ্রী অতিঘতন করিয়া । লোক দ্বীরে পশ্চাৎ দিলেন পাঠাইয়! : ঐআচার্য্য-প্রিয় নরে ভ্ৰমাদি সহিতে । কিছু দিন রছিলেন স্ত্রীবোরাকুলিতে ॥ আর যে সে শিষ্য গৃহে করিলা বিজয় । তাহা না বর্ণিল গ্রন্থ-বাহুল্যের ভয় ॥ বোরকুলি প্রদেশে যে আনন্দ জন্মিল । সৈছে ভক্তি বুদ্ধি, তাহ বণিতে নারিল ॥ শ্ৰীঅlচাৰ্য্য-ঠাকুরের কৃপাবলোকনে হৈল মহামগ্ন সৰ্ব্বলোক সঙ্কীর্তনে ॥ ঐগোবিন্দ-অ্যলয়ে তা চার্য্য গণসঙ্গে । শ্রীরাধাবিনোদ-শোভা দেখে মহরিঙ্গে ॥ শ্রীরাধাবিনেদে মনোবৃত্তি জানাইয়া । চলিলা খেতরি পদ্মাবর্তী পার হৈয়া ॥ সব সহ গিয়া গৌরচন্দ্রের প্রাঙ্গণে ৷ হইলা বিহবল প্রভু গণের দর্শনে ॥ কত দিন সঙ্কীর্তনরসে মগ্ন হৈলা । খেতরিনিবাসী-লোকে মহানন্দ দিল ॥ প্রাণাধিক নরোত্তমে কহি কি নিভুতে । বিদায় হইয়। তাইলা বুধরিগ্রামেতে ॥ আচার্য্য