পাতা:ভক্তিরত্নাকর.djvu/১০৫৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্দশ তরঙ্গ । ] ভক্তিরত্নাকর। Şe 86. দর্শনে অন্য দেশী কত জন । পরম্পর কহে অচীর্য্যের গুণগণ ॥ কেহ কহে গৌরপ্রেমস্বরূপ ত্যাচাৰ্য্য । আচার্যের দ্বারে প্রভু সাধে বহু কাৰ্য ৷ গোস্বামিগণের গ্রন্থ করিয়া প্রচার । ভক্তিবিরোপির দপ করিল সংহীর ॥ কেহ কহে আহে ভাই বহিমুখগণ ৷ হইয়া স্বতন্ত্র ধৰ্ম্ম করয়ে লঙ্ঘন ॥ বহিমুখগণমধ্যে যে প্রধান তারে। রঘুনাথ সাজাইয়া ভাড়ায় লোকেরে ॥ স্বমত রচিয়! সে পাপিষ্ঠ দুরচার । কহয়ে কবীন্দ্র বঙ্গদেশেতে প্রচার ॥ কেহ কহে দেখিলাম মহাপাপিগণ । আপনাকে গাওtয়ায় ছড়ি শ্ৰীকৃষ্ণ-কীৰ্ত্তন ॥ কেহ কহে রাঢ়দেশে এক পি প্রাধম। “মল্লিক” খেয়াতি, দুষ্ট নাহি তার সম ॥ সে পাপিষ্ঠ আপনারে গোপাল কহয় । প্রকাশি রক্ষিসমীয়া লোকেরে ভাড়ায় ॥ তথাহি ত্রীচৈতন্যভাগবতে ॥ “সেই ভাগ্যে অদ্যপিহ ধন্য বঙ্গদেশে। শ্রীচৈতন্যসন্ধীর্তন করে স্ত্রী পুরুষে ॥ মধ্যে মধ্যে কতমাত্র পাপিগণ গিয়া । লোক নষ্ট করে আপনারে লুকাইয়া ৷ উদরভরণ লাগি পাপিষ্ঠসকলে । রঘুনাথ করি আপনারে কেহ বোলে । কোন পাপী সব ছড়ি কৃষ্ণসঙ্কীৰ্ত্তন। আপনারে গাওয়ায় কতক ভূতগণ। দেখিতেছি দিনে তিন অবস্থা যাহার। কোন লাজে আপনারে গাওয়ায় সে ছার ॥ রাঢ়ে অীর এক মহাব্ৰহ্মদৈত্য আছে। অন্তরে রাক্ষস বিপ্র কাছমাত্র কাছে ॥ সে পাপিষ্ঠ আপনারে বোলায় গোপাল। অতএব তারে