পাতা:ভক্তিরত্নাকর.djvu/১০৫৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> a 8b" ভক্তিরত্নাকর । [ চতুর্দশ তরঙ্গ । এ মোর জীবন প্রাণ, পরমকরুণাবান, আচাৰ্য্য-ঠাকুর শ্ৰীনিবাস । জিনিয়া কাঞ্চনদেহ, জগতে বিদিত ঘেহু, শ্রীচৈতস্য প্রেমের প্রকাশ ॥ চৈতন্যের প্রিয় যত, করে স্নেহ অবিরত, কহিতে কি জানি গুণগণ । অলপ বয়স্থ হৈতে, বিদ্যায় নিপুণ চিতে, চিন্তে সদা চৈতন্যচরণ ॥ একৃদিন রাত্রিশেষে, ক্রীচৈতন্য-স্নেহাবেশে, নিতাইচাদেরে সঙ্গে লৈয়া । শ্ৰীনিবাস-পাশে অসি, স্বপ্নচ্ছলে হাদি হাসি, কহে শ্ৰীনিবাস-মুখ চা’ঞা । যাবে শীঘ্ৰ বৃন্দাবন, তথা রূপ সনাতন, রচিল বিচিত্র গ্রন্থগণ । বিতরিব তোমা দ্বারে, এত কহি বারে বারে, নিত্যানন্দে কৈল সমৰ্পণ ॥ হেনকালে স্বপ্নভঙ্গ, ধরিতে নারয়ে অঙ্গ, শ্ৰীনিবাস ব্যাকুল হইলা । নীলাচল গৌড়দেশে, ভ্ৰমিয়া সে প্রেমাবেশে, বৃন্দাবনে গমন করিলা ॥ কত অভিলাষ মনে, উল্লাসে অলপ দিনে, মথুরানগরে প্রবেশিল । ক্রীরূপ ক্রীসনাতন, এ দোহার আদর্শন, শুনি তথা মূচ্ছিত হইল ॥ কান্দয়ে চেতন পাঞl, কহে ভূর্মে লোটাইঞ, হ হ প্রচু রূপ সনাতন । কি লাগি বঞ্চিত কৈলা, ন বুঝি এ সাপ খেল, কি লাগিয়া রাখিল। জীবন ॥ ঐছে খেদযুক্ত মন, জানি রূপ সনাতন, স্বপ্নচ্ছলে আসি প্রেমাবেশে । শ্রীনিবাসে কোলে লৈয়া, নেত্রবারি নিবারিয়া, কহে অতিস্লমধুর ভালে ৷ শীঘ্ৰ গিয়া বৃন্দাবন, কর আত্মসমপর্ণ, শ্ৰীগোপালভট্টের চরণে । না ভাবিবে কোন দুঃখ, পাইবে পরমসুখ, ঐছে দেখা দিব দুই জনে ॥