পাতা:ভক্তিরত্নাকর.djvu/১০৫৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>é酸e ভক্তিরঞ্জাকর। [ চতুর্দশ তরঙ্গ । আচার্ষ্যচরিত্র কিছু বণিতে নারিল । যে সে মতে আপন সৌভাগ্য জন্মাইল ॥ আচার্য্যের প্রিয় ঐঠাকুর-মহাশয়। কেনা নাহি গায় সে চরিত্র প্রেমময় ৷ গীতে যথা—কামোদঃ ॥ ও মোর করুণাময়, ঐঠাকুর-মহাশয়, নরোত্তম প্রেমের মুরতি। কিবা লে কোমল তনু, শিরীষ কুহুম যনু, জিনিয়া কনক দেহ-ভূতি ॥ অলপ বয়স তীয়, কোন স্থখ নাহি ভায়, গোরাগুণ শুনি সদা ঝুরে । রাজ্যভোগ তেয়াগিয়া, অতি অলক্ষিত হৈয়া, গমন করিলা ব্ৰজপুরে ॥ প্রবেশিয়া বৃন্দাবনে, পরম আনন্দমনে, লোকনাথে আত্মসমপিল । কৃপা করি লোকনাথ, করিলেন আত্মসাৎ, রাধাকৃষ্ণ-মন্ত্র দীক্ষা দিল । নরোত্ত-চেষ্টা দেখি, বৃন্দাবনে সবে সুখী, প্রাণের সমান করে স্নেহ । শ্ৰীনিবাসাচাৰ্য্য সনে, যে মৰ্ম্ম তা কেবা জানে, প্রাণ এক ভিন্নমাত্র দেহ ॥ স্ত্রীরাধাবিনোদে দেখি, সদাই জুড়ায় আঁখি, প্রভু-লোকনাথ-সেবারত। ভক্তিশাস্ত্র অধ্যয়নে, মহানন্দ বাঢ়ে মনে, পূর্ণ হৈল অভিলাষ যত ॥ প্রভু-অনুমতিমতে, শ্ৰীব্রজমণ্ডল হৈতে, শ্ৰীগোঁড়মণ্ডলে প্রবেশিল । প্রভুঅনুগ্রহবলে, নবদ্বীপ নীলাচলে, ভক্তগৃহে ভ্রমণ করিলা ॥ কিবা সে মধুর রীতি, খেতরিগ্রামেতে স্থিতি, সেৰে গৌর স্ত্রীরাধারমণে । জীবল্লীকান্ত নাম, রাধাকান্ত রসধাম, রাধাকৃষ্ণ ঐ ব্রজমোহনে ॥ এ ছয় বিগ্রহ মেন, সাক্ষাৎ বিহরে হেন, শোভা দেখি কেব। নাহি ভুলে। প্রিয়-রামচন্দ্র-গর্কে