পাতা:ভক্তিরত্নাকর.djvu/১০৬১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভক্তিরত্নাকর। পঞ্চদশ তরঙ্গ । , জয় গেীর নিত্যানন্দাদ্বৈত গদাধর । জয় জয় শ্ৰীবাগ মুরারি বক্রেশ্বর ৷ জয় শ্ৰীমুকুন্দ গৌরীদাস গদাধর । জয় পুণ্ডরীক বিদ্যানিধি শুক্লাম্বর ৷ জয় সূৰ্য্যদাস কৃষ্ণদাস ধনঞ্জয় । জয় নরহরি রঘুনন্দন বিজয় ৷ জয় বস্থ রামানন্দ গুণের অtলয় । জয় জগদীশ শ্ৰীশঙ্করানন্দময় ॥ জয় কাশীমিশ্র কাশীশ্বর কর্ণপুর। জয় জয় চক্রবর্তী শ্ৰীনাথ-ঠাকুর ॥ জয় ঐহন্দরানন্দ খঞ্জ ভগবান ৷ জয় মালিনীর প্রাণনাথ অভিরাম ॥ জয় রঘুনাথ ভট্ট সনাতন রূপ। জয় শ্ৰীভূগৰ্ত্ত লোকনাথ ভক্তিভূপ ৷ জয় শ্ৰীগোপাল ভট্ট রস-রঘুনাথ ! জয় জয় শ্ৰী জীব যে জগতে বিখ্যাত ॥ জয় প্রেমময় কবিরাজ-কৃষ্ণদাস। জয় বৃন্দাবনদাস গোরলীলা-ব্যাস ॥ নামপ্রেমে মন্ত সদ। জয় হরিদাস । জয় কৃপাসিন্ধু শ্ৰীআচাৰ্য্য-শ্ৰীনিবাস ॥ জয় জয় নরো ভম জয় রামচন্দ্র। জয় জয় ভক্তিরত্ন-দাতা শুমমানন্দ। জয় জয় শ্রোতাগণ গুণের আলয় । এবে যে কহিয়ে শুন হইয়া সদয় ॥ একদিন শ্ৰীআচাৰ্য্য নিজগণ প্রতি। শুlমানন্দ চেষ্টা কহে হৈয়া হৰ্ষ অতি ॥ হেনকালে ঐশ্বামা