পাতা:ভক্তিরত্নাকর.djvu/১০৬৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চদশ তরঙ্গ । ] ভক্তিরত্নাকর। e(t& সমিধাদে । বনবাসে পাণ্ডবের বিশ্রাম সেখানে ॥ একদিন মুরারি নির্জনে বসি তথা । চিন্তয়ে অস্তরে শিষ্য হইবেন কোথা ॥ হইল আকাশবাণী চিন্তা না করিবে । এথায় ঐশু মানন্দ-স্থানে শিষ্য হ’বে । ইহা শুনি রসিক মুরারি হর্ষ হৈলা । শ্বামীনন্দনাম-মন্ত্র জপিতে লাগিলা ॥ তিলে তুিলে উৎকণ্ঠী বাঢ়য়ে অতিশয়। প্রভু-শু্যামানন্দনামে নেত্রে ধারা বয় ॥ মুরারি উদ্বেগে প্রায় রাত্রি গোঙাইল । নিশান্ত-সময়ে কিছু নিন্দ্রা আকৰ্ষিল ॥ স্বপ্নে শু্যামানন্দদেবে দেখয়ে মুরারি। পরম অদ্ভুত প্রতি-অঙ্গের মাধুরী ॥ হাসিয়া শ্ৰীশ্বামীনন্দ কহে মুরারিরে। রজনী-প্রভাতে এথা পাইবা অামারে ॥ এত কহি অদর্শন হৈলা শু্যামানন্দ। রসিকানন্দের মনে হৈল মহানন্দ ॥ মহাবিজ্ঞ স্ত্রীরসিক রজনী-বিহানে। কারে কিছু না কহি চাহয়ে পথ-পানে ॥ কিছু দূরে শু্যামানন্দ আনন্দে আইসে। প্রকিশোরদাস আদি শিষ্য চারি পাশে ॥ সূৰ্য্যসম তেজ শোভাময় কলেবর । সহাস্যবদন পীন বক্ষঃ মনোহর ॥ শ্ৰীকৃষ্ণচৈতন্য নিত্যানন্দনাম লৈয়া । প্রেমায় বিহ্বল চলে চুলিয়া দুলিয়া রসিক মুরারি দেখি প্ৰভু শুমানন্দে। চরণপরশে ভূমে পড়ি মহানন্দে। শুমানন্দ মনের আনন্দে করি কোলে। রসিকে করিলা সিক্ত নিজ-নেত্রজলে ॥ স্ত্রীরসিকানন্দ ধন্য মানে আপনায়। নেত্ৰ সমৰ্পিল নিজ-প্রভুর শোভায় ॥ মুরারিরে শ্বামীনন্দ অনুগ্রহ কৈল। মহানন্দে রাধাকৃষ্ণ-মন্ত্র দীক্ষা দিল ॥ ঐরসিকানন্দে শিষ্য করি হর্ষ