পাতা:ভক্তিরত্নাকর.djvu/১০৬৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চদশ তরঙ্গ। ] ভক্তিরত্নাকর। శి(సి ঐ রসিকানন্দের চরিত্র অন্ত নাই। প্রভু শ্যামানন্দগুণে ৰিহৰল সদাই ৷ শ্ৰীশ্যামানন্দের গুণে কেবা না মোহিত । বিবিধ প্রকারে করি গtয় সে চরিত ॥ গীতে যথা—কামোদঃ ॥ ও মোর পরাণ বন্ধু, শ্যামানন্দ স্থখসিন্ধু, সদাই বিহ্বল গোরা-গুণে। গৃহ পরিহরি দূরে, আনন্দে অম্বিকাপুরে, আইলেন প্রভুর ভবনে ॥ হৃদয়চৈতন্য দেখি, অঝরে ঝরয়ে আঁখি, ভূমিতে গড়য়ে লোটাইয়া । শিরে ধরি সে চরণ, করি আত্ম সমর্পণ, এক ভিতে রহে দাড়াইয়া ॥ দেখি শ্যামানন্দ রীত, ঠাকুর করিয়া প্রীত, নিকটে রাখিয়া শিষ্য কৈল । করি অনুগ্রহ অতি, শিখাইয়া ভক্তি-রীতি, নিতাইচৈতন্তে সমপিল ॥ কথোক দিবস পরে, পঠাইতে ব্ৰজপুরে, শ্যামানন্দ ব্যাকুল হইলা । প্রভু নিতাই চৈতন্য, শ্যামানন্দে কৈল! ধন্য, যাত্রকালে অজ্ঞা-মাল দিলা ॥ শ্যামানন্দ পথে চলে, ভাসয়ে অখির জলে, সেঙিরিয। প্রভুর গুণগণ একাকী কথোক দিনে, প্রবেশিল ব্রজভূমে, বহু তীর্থ করিয়া ভ্রমণ ॥ দেখিয়া তীবৃন্দারণ্য, জাপনা মানয়ে ধন্থ, আনন্দে ধরিতে নারে থেহ । পিত হৈয়। নেত্ৰ জলে, লোটয় ধরণী-তলে, বিপুল পুলকময় দেহা ॥ গিয়া গিরি গোৰদ্বনে, কৈল যে আছিল মনে, শ্ৰীauাকুণ্ডের তটে ভাগি । প্রেমায় বিহ্বল হৈণ, দেখি অনুগ্ৰহ কৈলা, ঐদাসগোলাই গুণরাশি ৷ শ্ৰী জীব নিকটে গেলা, নিজ পরিচয় দিল, তেহেঁ কৃপ। কৈল। বাৎসল্যেতে। যো