পাতা:ভক্তিরত্নাকর.djvu/১১০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఫిe R ভক্তিরত্নাকর । , [ তৃতীয় তরঙ্গ । চলে শ্ৰীনিবাস গেলা কত দিনে । শ্ৰীনরেন্দ্রশৌচ দেখি ধারা দু’নয়নে ॥ শ্ৰীনরেন্দ্ররাজ শৌচ-মহাপাত্র ঞ্চ তার। এ দু’য়ের নামে সরোবর এ প্রচার ॥ মহাপ্রভু জলক্রীড়া কৈল নরেন্দ্রেতে। এ সকল কথা পূর্বে শুনিল গৌড়েতে ॥ সে সকল ভাবিতে অধৈর্য্য হৈল মন । কতক্ষণ তীরে বসি করিল। ক্ৰন্দন। উথলিল প্রেমসিন্ধু নারে স্থির হৈতে $ । ধরণী লোটায়, চেষ্টা কে পারে বুঝিতে ॥ বাহ প্রকাশিয়া সিক্ত হৈয়। নেত্রনীরে । নরেন্দ্র প্রণমি চলিলেন ধীরে ধীরে ॥ হইল অনেক রীত্রি বিচারিয়া মনে । সিংহদ্বার-সমীপে রহিল এক স্থানে ॥ প্রেমাবিষ্ট হৈয়া করে নামসঙ্কীর্তন । নদীর প্রবাহ পারা গ্রু ঝরে দু’নয়ন ॥ ধরিতে না ;পারে অঙ্গ, লোটায় ভূমিতে । নিদ্র আকর্ষণ হৈল প্রভুর ইচ্ছাতে ॥ বলরাম সুভদ্র সহিত জগন্নাথ ! কৃপা করি স্বপ্নচ্ছলে হইল সাক্ষাৎ ॥ কি অদ্ভুত বাৎসল্য কে বুঝে হেন রঙ্গ । নেত্র ভরি দেখিল, হইল নিদ্রাভঙ্গ ॥ শ্ৰীনিবাস অতিশয় ব্যাকুল হইল । হেনকালে এক বিপ্র তথায় আইল ॥ তিহু কহে আহে বাপু ব্রাহ্মণকুমার। দুঃখে দগ্ধ হৈলা, নাহি ভক্ষণ তোমার ॥ শ্ৰীমহাপ্রসাদ লহ করহ ভোজন । প্রসাদ সমপি তিহ হৈল আদর্শন ॥ শ্ৰীনিবাস ব্যগ্র হৈয়া বিচারিছে মনে । মোর ঐছে দুঃখ

  • শোচনামক নরেন্দ্রের প্রধান মন্ত্রী ॥ $ সম্বরিতে ইতি পাঠান্তর ॥ # পার অর্থাৎ তুল্য । অথবা “তুল্য” পাঠা স্তুর ॥