পাতা:ভক্তিরত্নাকর.djvu/১১১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ठूडीग्न उच्चत्र । ] ভক্তিরত্নাকর । oురి ইহ জানিল কেমনে ॥ শ্ৰীমহাপ্রসাদ মোরে করি সমর্পণ। দেখিতে দেখিতে হইলেন আদর্শন ॥ ঐছে বিচারিতে চিত্তে চিন্তাযুক্ত হৈল ৷ হইয়া সাক্ষাৎপ্রায় প্রভু প্ৰবোধিল ॥ প্ৰভু জগন্নাথ-অনুগ্রহে হর্ষমনে । শ্ৰীমহাপ্রসাদ ভুঞ্জিলেন সেইক্ষণে ॥ নরেন্দ্ৰশোঁচের জল জলপাত্রে ছিল। যত্বে হস্তপ্রক্ষালন করি পান কৈল ॥ প্রভু নামসঙ্কীর্তন করে ধীরে ধীরে । কিছু নিদ্রা আকৰ্ষিল কতক্ষণ পরে ॥ স্বপ্নে দেখে শ্ৰীগৌর বেষ্টিত পরিকর। দেবগণমধ্যে যেন শোভে পুরন্দর ॥ গদাধর-পণ্ডিত প্রভুর আগে বসি । পড়ে ভাগবতস্থধা ঢালে রাশি রাশি ॥ অশ্রু কম্প ভাবাদি ভূষিত সৰ্ব্বজন । হেন শোভা শ্ৰীনিবাস করেন দর্শন ॥ মনের বাঞ্ছিত সব সফল হইল । কতক্ষণে নিদ্রাভঙ্গে অতিছুঃখ পাইল ॥ পুনঃ নামসঙ্কীৰ্ত্তন করে মহাশয় । পুনঃ অকস্মাৎ কিছু নিদ্রা আকর্যয় ॥ পুনঃ স্বপ্নে দেখে সেই সিংহদ্বার-পথে । আসিছেন গৌরচন্দ্র পরিকর সাথে ॥ কনক-পৰ্ব্বত জিনি গৌরকলেবর। আজানুলম্বিত ভুজ ভঙ্গী মনোহর ॥ শ্ৰীমুখমণ্ডলে কত চাদের উদয়। হাসে মন্দ মন্দ সদা সুধাবৃষ্টি হয় ৷ আকর্ণ পৰ্য্যন্ত দুই নয়নকমল। পরিপূর্ণ প্ৰেমজলে করে টলমল ॥ ভুবনমোহন কণ্ঠে তুলসীর দাম । পরিধেয় অরুণবসন অনুপমি # ॥ ঝলমল করে দিকৃ অঙ্গের শোভায় । নিজ-প্রেমে মহামত্ত চলে সিংহপ্রায় ॥ হেন শোভা দেখিতেই হইল

  1. তুলনারহিত ॥