X o 8 ভক্তিরত্নাকর । [ তৃতীয় তরঙ্গ । বিহ্বল। ধরিতে না পারে অঙ্গ করে টলমল ॥ ধরণী লোটী’য়ে পড়ে প্রভুর চরণে করুণ-নয়নে প্রভু চায় ভৃত্যপানে ॥ হাসি প্রভু কহে দুঃখ না ভাবিহ আর । তোমার হৃদয়ে সদা বিশ্রাম আমার ॥ এত কহি অন্তৰ্দ্ধান হৈলা দয়াময়। নিদ্রাভঙ্গ হৈল দেখে প্রভাত-সময় ॥ অনেক যতনে স্থির হৈয়া সেইক্ষণে । মার্কণ্ডে * চলেন জিজ্ঞাসিয়া কোন জনে ॥ প্রাতঃকৃত্য করি কৈল মার্কণ্ডেতে স্নান । ক্রীনিবাসে দেখি সবে জুড়ায় নয়ন ॥ শ্ৰীনিবাস চলয়ে মার্কণ্ডে প্ৰণমিয়া । তথা কোন বৃদ্ধে পুছে অতি-ব্যগ্ৰ হৈয়া ॥ গদাধর-পণ্ডিতগোস্বামী অাছে কোথা ? তিহ কহে লইয়া যাইব, তিহ যথা ॥ এত কহি শ্ৰীনিবাস-সঙ্গে আগে যায়। উলটি উলটি শ্ৰীনিবাস-পানে চায় ॥ স্ত্রীগোপীনাথের পুষ্পবাট + মনোহর । দেখাইল এখানে রহেন গদাধর ॥ যাহ বাপু তার দশ কি কব তোমারে । প্রভুর বিচ্ছেদে প্রাণ ধরিতে না পারে ॥ ক্ষেত্রশূন্ত হৈল ভাগ্য-মন্দ মো সবার । এত কহি গেল বৃদ্ধ-ব্রাহ্মণ উদার । শ্ৰীনিবাস দেখি তার কাতর অন্তর । প্ৰণমিয়া তারে কৈল বিনতি বিস্তর ॥ অতি-শীঘ্ৰ শ্ৰীগোপীনাথের আগে গিয়া । পুনঃ পুনঃ প্রণময়ে ভূমে লোটাইয়ু ॥ অনিমিথ নেত্রে দেখে শ্ৰীমুখ-সুন্দর। অশ্রু কম্পে পরিপূর্ণ হৈল কলেবর ॥ শ্ৰীনিবাসে দেখি সবে পুছে ব্যগ্রচিত্তে । কার পুত্র, কি নাম, আইলা কোথা হৈতে ? ॥ শুনি কছে
- মার্কগুনামক সরোবরে ॥ পুষ্পোদ্যান ।