পাতা:ভক্তিরত্নাকর.djvu/১১৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় তরঙ্গ । ] ভক্তিরত্ন কর । ら9 ○ গৌড়দেশ হইতে আগমন । শ্ৰীনিবাসনাম-বিপ্র চৈতন্যনন্দন ॥ শুনিয়াই এই বাক্য ভাসে প্ৰেমজলে । সবাই ধাইয়া শ্ৰীনিবাসে করে কোলে ॥ কেহ গেলা শ্রীপণ্ডিতগোস্বামির স্থানে । তিহু একা বসিয়াছেন পরম-নির্জনে ॥ যে অদ্ভুত দশ। তাহ কহনে যায় । সেই জানে, সে সময়ে যে দেখিল তায় ॥ হেমপুঞ্জ জিনি তাঙ্গ-বলনি হুন্দর * । হইল মলিন যেন দিব| ধ্ৰুং শশধর । দেখিতে চাদের সাধ যে মুখমণ্ডল । শুখাইল যেন বারিবিহীন কমল ॥ অরুণ-কমলনেত্রে ধt রা নিরন্তর । ভিজয়ে সে সকল কোমল-কলেবর ॥ সম্মুখে স্ত্রীভাগবত, তাহ ভিজি যায় । কিছু স্মৃতি নাই অগ্নি জলয়ে হিয়ায় ৷ অত্যন্ত গদগদ-কণ্ঠ শ্লোক উচ্চারিতে । মহাধীর শ্লপণ্ডিত নারে স্থির হৈতে ॥ শ্ৰীগৌরহুন্দর বলি মুদয়ে নয়ান । ছড়িয়ে নিঃশ্বাস দীর্ঘ অনল সমান ॥ গৌরাঙ্গবিচ্ছেদে শ্ৰীপণ্ডিত-গদাধর । যেরূপ হইল তাহ প্রভু-অগেচর । ক্রীনিবাসে অনুগ্রহ করিবার তরে । তাছয়ে জীবনযাত্র নিশ্চল শরীরে । কিছু বাহফুর্ভি হৈল প্ৰভু ইচ্ছাযতে। হেনই সময়ে কেহ কহে যোড়হাতে ॥ স্ত্রীগোঁড় হইতে আইলেন শ্ৰীনিলাস । র্যার পিতা নাম বিপ্ৰ-শ্ৰীচৈতন্যদাস ॥ শুনি কহে আন দেখি জুড়াই নয়ন । স্ত্রীনিবাসে লইয়া গেলেন সেইক্ষণ ॥ শ্ৰীনিবাস-চাহি প্রভু গদাধর-পানে । ---,

  • বলনি,—নিৰ্ম্মাণ ( গড়ন ) ॥ দিনের চন্দ্রতুল্য মলিন ॥

| >8 )