পাতা:ভক্তিরত্নাকর.djvu/১১৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

డ\ు ভক্তিরত্নীকর । [ তৃতীয় তরঙ্গ । ভূমে পড়ি প্রণময়ে ধারা দু’নয়নে ॥ পণ্ডিত-গোস্বামী শ্ৰীনিবাসে নিরথিয় । উঠিলেন শীঘ্ৰ দুই বাহু পসারিয়া ॥ আইস বাপু বলি তুলি লইলেন কোলে । শ্ৰীনিবাসে স্নান করাইল নেত্রজলে ॥ পরমবাৎসল্যে বসাইয়া নিজপাশে স্বমধুর বাক্যে স্থির কৈল শ্ৰীনিবাসে ॥ যদ্যপি শ্ৰীপ্রভুর বিয়োগে মহাদুঃখ । তথাপিহ শ্ৰীনিবাসে দেখি পায় স্থখ ॥ যত্ন করি কহে নিজ-লোক সঙ্গে দিয়া । শ্রীনিবাসে আনহ সৰ্ব্বত্র মিলাইয়া ॥ এথা পরস্পর শুনিলেন ভক্তগণ। পণ্ডিতের পাশে শ্ৰীনিবাসের গমন ॥ সবে উৎকণ্ঠিত ঐ নিবাসেরে দেখিতে । শ্ৰীনিবাস গেলা সাৰ্ব্বভৌমের বাটতে ॥ তথায় স্ত্রীরায়-রামানন্দের গমন। দোহে বসি গায় গৌরচন্দ্র-গুগগণ শ্ৰীনিবাস গিয়া দোহে দর্শন করিল। ভূমিতে পড়িয়া দুই চরণ বন্দিল ॥ মহাশোকসমুদ্রে ভাসয়ে দুই জনে । খ্ৰীনিবাসে দেখি সুখ উপজিল মনে ॥ দেহে উঠি শ্ৰীনিবাসে কৈল আলিঙ্গন। প্ৰেমজলে কৈল শ্ৰীনিবাসেরে সিঞ্চন ॥ পুনঃ পুনঃ শ্ৰীনিবাস পড়ে পদতলে । নিরন্তর ভাসে দুই নয়নের জলে । দেখি শ্ৰীনিবাস দশ কান্দে দুই জন । পুনঃ পুনঃ শ্ৰীনিবাসে করে আলিঙ্গন ॥ দোহার বাৎসল্য কিছু কহনে না যায় । করে ধরি দোহে নিজ-নিকটে বসায় ॥ দোহে মহাধীর মহামধুব বচনে । শ্ৰীনিবাসে স্থির করিলেন কতক্ষণে ॥ সঙ্গে যে