পাতা:ভক্তিরত্নাকর.djvu/১১৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় তরঙ্গ । ] ভক্তিরত্নীকর } } > 3. অচেতন । রায়-রামানন্দমাত্র রাখিল জীবন ॥ প্রভুর বিয়োগ রাজু সহিতে না পারে । নীলাচল হইতে রহিল কত দূরে ॥ ইহা শুনি শ্ৰীনিবাস ভাসে নেত্রজলে । না হইল রাজার দর্শন নীলাচলে ॥ ঐছে কত জন সঙ্গে না হইল দেখা ৷ মানে নিজ-দুৰ্দৈব দুঃখের নাই লেখা ৷ শ্ৰীনিবাস শীঘ্ৰ সমুদ্রের কূলে গেলা । হরিদাস-ঠাকুরের সমাধি দেখিলা ॥ ভূমিতে পড়িয়া কৈল প্রণতি বিস্তর । নিজ-নেত্রজলে সিক্ত হৈল কলেবর ॥ শ্ৰীহরিদাসের চেষ্টা পূর্বে যে শুনিল । সে সব চিন্তিতে চিত্ত ব্যাকুল হইল ॥ হা হা প্রভু হরিদাস বলিতে বলিতে। মূচ্ছিত হইয়া পড়িলেন পৃথিবীতে ॥ অলৌকিক প্রেমচেষ্টা না হয় বর্ণন । প্রভু-ইচ্ছামতে ক্ষু মাত্র হইল চেতন ॥ ভাগবতগণ ক্রসমাধি-সন্নিধানে। স্ত্রীনিবাসে স্থির কৈল সমেহবচনে ॥ পুনঃ শ্ৰীনিবাস শ্ৰীসমাধি প্ৰণমিয়া । যে বিলাপ কৈল তা’ শুনিতে দ্রবে হিয়া ॥ সঙ্গে যে ছিলেন তিহ যত্নে স্ট্র নিবাসে । লইয়। গেলেম শীঘ্ৰ পণ্ডিতের পাশে ॥ পণ্ডিত-গোসাঞি পুনঃ করিলেন তারে। ইহেঁ লৈয়া যtছ জগন্নাথ দেখিবারে ॥ সিংহদ্বার-পথে চলিলেন শ্ৰীনিবাস। অত্যদ্ভুত তেজঃ যেন সূর্য্যের প্রকাশ ॥ ধূলায় ধূসর সে কোমল-কলেবর । অরুণ-নয়ন-জলে ভাসে নিরন্তর ॥ যে বারেক নিরীখয়ে শ্ৰীনিবাস-পানে। সে অতি অধৈর্য্য, অর্থাৎ প্রভূই ইচ্ছাপূৰ্ব্বক ডক্তবর শ্রীনিবাসকে চে গুন করিলেন ।